মোরছালিনের দুর্দান্ত গোলে এগিয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার শেখ মোরছালিন। তার অন্তর্ভুক্তির ফলে একাদশে জায়গা হয়নি জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রনার।
ম্যাচের প্রথম ১০ মিনিটে বল দখলে এগিয়ে ছিল ভারত। বেশিরভাগ সময় বল ছিল বাংলাদেশের অর্ধে, তবে কোনো স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি অতিথিরা।
অন্যদিকে পাল্টা আক্রমণে দুর্দান্ত এক গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে বাঁ দিক থেকে রাকিব হোসেনের জোরাল পাস গোলকিপারের সামনে থেকে টোকা মেরে জালে জড়ান মোরছালিন। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল।
তবে ২৭ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার তারিক কাজী। তার স্থলাভিষিক্ত হিসেবে নেমেছেন শাকিল আহাদ তপু।
বাংলাদেশ ১–০ গোলে এগিয়ে রয়েছে।
বাংলাদেশের একাদশ গোলরক্ষক: মিতুল মারমা রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন মাঝমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম ও শেখ মোরছালিন। আক্রমভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।