Logo
Logo
×

খেলাধুলা

ভারতের ফুটবলারকে ট্যাকলের ভিডিও দিয়ে যে বার্তা দিলেন জামাল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

ভারতের ফুটবলারকে ট্যাকলের ভিডিও দিয়ে যে বার্তা দিলেন জামাল

বাংলাদেশ আজ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি। এই ম্যাচের আগে জামাল ভূঁইয়া জানিয়েছেন, ম্যাচ জেতার জন্য মরিয়া তার দল। ম্যাচের দিন সকালে তিনি তার ফেসবুকে ভারতের বিপক্ষে একটা মুহূর্ত শেয়ার করে আরও এক বার্তা দিয়েছেন।

ভারত বাংলাদেশের লড়াইটা শেষ এক যুগ ধরে বেশ প্রতিদ্বন্দ্বিতা ছড়ায়। বাংলাদেশ ভারতকে হারাতে হয়তো পারেনি শেষ ২৬ বছর ধরে, শেষ এক যুগে হেরেছে আবার মোটে ১ ম্যাচে। ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সুনীল ছেত্রীদের কাছে হেরেছিল দলটা। 

জামাল ভূঁইয়ার অভিষেকের পর থেকে ৬ ম্যাচে ভারতের কাছে হার ওই এক ম্যাচেই। সে ম্যাচটাই হয়তো মনে গেঁথে আছে তার। আজ যখন এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে দুই দল মুখোমুখি, সে ম্যাচের আগে চার বছর আগের ওই ম্যাচের স্মৃতি হাতড়েই নিজেকে, দলকে উজ্জীবিত করতে চাইলেন।&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" class="note-video-clip">

সে ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত ভারতকে রুখে দিয়েছিল বাংলাদেশ। এরপর ৭৯ আর ৯২ মিনিটে গোল করে বসেন সুনীল। বাংলাদেশ হারে ম্যাচটা।

তবে এই দুই গোলের আগ পর্যন্ত বাংলাদেশ লড়েছে সমানে সমানে। তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন জামাল। সেই ম্যাচেরই একটা দৃশ্য তিনি আজ ফেসবুকে প্রকাশ করেছেন। যেখানে তিনি ট্যাকল করছেন ভারতীয় ফরোয়ার্ড ব্রেন্ডন ফের্নান্দেজকে।

এরপর তার ক্যাপশনে তিনি লিখলেন, ‘মাঠে প্রত্যেকটা ইঞ্চির জন্য লড়াই করো।’ কে জানে, সেই ম্যাচের শোধটাই তুলতে চাইলেন কি না!

এর আগে হামজা চৌধুরীও ফেসবুক পোস্টে জানিয়েছেন ভারত ম্যাচে নিজের আশার কথা। তিনি বলেছেন, ‘বড় ম্যাচের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। ম্যাচে আপনাদের সবাইকে ও আপনাদের সব প্রাণশক্তি দেখতে তর সইছে না আমাদের। ইন শা আল্লাহ।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার