নারীর সঙ্গে ছবি ভাইরাল, রশিদ খান বললেন তিনি আমার স্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম
সম্প্রতি একটি দাতব্য অনুষ্ঠানে এক নারীর সঙ্গে দেখা যায় আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে। তারপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এনিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
গতকাল রাতে ইনস্টাগ্রামে রশিদ নিজেই জানালেন, সেই নারী তার স্ত্রী। আফগান এই লেগ স্পিনার তিন মাস আগে বিয়ে করেছেন তাকে।
ইনস্টাগ্রাম পোস্টে রশিদ খান লিখেছেন, ‘২০২৫ সালের ২ আগস্ট আমি জীবনের নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি। আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, যিনি ভালোবাসা, শান্তি আর জুটির প্রতীক। এমনটাই আমি সব সময় আশা করতাম।’
রশিদ আরও লেখেন, ‘আমি সম্প্রতি আমার স্ত্রীকে একটি দাতব্য অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। দুঃখজনক হলো, এত সাধারণ একটা বিষয় নিয়েও নানা অনুমান শুরু হয়েছে। সত্যিটা খুব সহজ—তিনি আমার স্ত্রী আর আমরা একসঙ্গে আছি। কিছুই লুকোনো নয়। যারা আমাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
তবে পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ সহ একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, এটি রশিদ খানের দ্বিতীয় বিয়ে। যদিও তিনি নিজে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
প্রথম স্ত্রীর সঙ্গে কি তার সম্পর্কের ইতি ঘটেছে? নাকি প্রথম স্ত্রী থাকতেই দ্বিতীয় বিয়ে করেছেন তিনি? এখনো পর্যন্ত এই প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যায়নি। আফগান ক্রিকেটের সবচেয়ে আলোচিত তারকা হয়েও নিজের ব্যক্তিজীবন নিয়ে যে রহস্যের জাল আরও ঘন করেছেন রশিদ, তা বলাই যায়।
গত বছরের অক্টোবরে কাবুলে অনুষ্ঠিত হয়েছিল রশিদ খানের প্রথম বিয়ের অনুষ্ঠান। রাজধানীর ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একসঙ্গে বিয়ে করেন রশিদ ও তার তিন ভাই—আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান।
সেদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন আফগান দলের তারকা—মোহাম্মদ নবী, মুজিব-উর-রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, এমনকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নসিব খানও।