Logo
Logo
×

খেলাধুলা

ফুটবলের সঙ্গে প্রয়োজনে ‘মারামারি’ করব: আসিফ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১১:২৯ পিএম

ফুটবলের সঙ্গে প্রয়োজনে ‘মারামারি’ করব: আসিফ

ফুটবলারদের কারণে ক্রিকেট খেলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।

রোববার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের উদ্বোধনী দিনে এসব কথা বলেন আসিফ।

তিনি বলেন, আমরা যেটা বড় সমস্যার মুখোমুখি হচ্ছি, ফুটবলারদের জন্য ক্রিকেট খেলা যাচ্ছে না, সারা দেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে। 

কন্ঠ শিল্পী আসিফ বলেন, আমাদের বোর্ড সভাপতিসহ সিনিয়র সদস্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে বাফুফের সঙ্গে বসেন। আমরা তো মারামারি করতে যাব না, তবে প্রয়োজন হলে করব। কারণ হচ্ছে, আমাদেরকে খেলতে হবে। আমাদের বাচ্চাদের খেলতে হবে। আমাদের শপথ আছে, আমাদের ছেলেমেয়েরা খেলবে।

ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক টুর্নামেন্টের এই চেয়ারম্যান আরও বলেন, বয়সভিত্তিক দলের চেয়ারম্যান হিসেবে আমি বাচ্চাদের কথাই বলব। আমরা যদি লিগ শুরু করতে না পারি… লিগের তো অনেক জটিলতা, এর মধ্যে স্কুল ক্রিকেট হবে, বয়সভিত্তিক ক্রিকেট হবে, ট্যালেন্ট হান্ট হবে, টুর্নামেন্ট হবে, হোম অ্যান্ড অ্যাওয়ে হবে। অনেক ধরনের প্রস্তুতি বিসিবির বাইরেও আছে।

বিসিবির এই পরিচালক আরও বলেন, আমরা যেটা বলতে চাচ্ছি, আবারও পরিস্কারভাবে, ফুটবলের সঙ্গে আমাদের একটা হেস্তনেস্ত করা খুব জরুরি। এখানে আমাদের কুমিল্লার কোচ আছে, জেমস, তার সঙ্গে আমার নিয়মিত কথা হয়… ফুটবলের জন্য খেলা যাচ্ছে না (ক্রিকেট)। কিন্তু আমি শুধু জানতে চাই, এই যে ম্যাটে টুর্নামেন্ট হচ্ছে কুমিল্লায়, এটা কি আমাদেরকে ৩০ বছর পিছিয়ে দিল না?

তিনি বলেন, আমি এনএসসিতে (জাতীয় ক্রীড়া পরিষদ) বলেছি, ক্রীড়া উপদেষ্টার নজরে আনার চেষ্টা করেছিলাম যে, আপনারা তো আমাদেরকে অনেক দূরে নিয়ে গেলেন। যেটা মান্ধাতার আমলে হয়ে গেছে, সেখানে ফেরত নেওয়ার জন্য ধন্যবাদ, এখন পরিবর্তন করেন। আমাদেরকে দ্রুতই বসতে হবে এবং আশা করি বোর্ড সভাপতির কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পাব।

আসিফ বলেন, ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিকভাবেই, আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটু সমস্যা আছে। আমি আবার অত ভদ্র না। যেহেতু আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার, অনেক আগের.. সুযোগ পাইনি নিজেকে ফোকাস করার… যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রোবলেম…যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে। আমরা তো চাঁদা চাচ্ছি না, কিডনি চাচ্ছি না, হার্ট-চোখ চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলার অধিকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার