Logo
Logo
×

খেলাধুলা

জাহানারার অভিযোগ : চারজনকে ওএসডি করার সিদ্ধান্ত বিসিবির

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:০১ এএম

জাহানারার অভিযোগ : চারজনকে ওএসডি করার সিদ্ধান্ত বিসিবির

জাহানারা আলমের অভিযোগের ভিত্তিতে নারী বিভাগের তিন কর্মকর্তা, এক কোচসহ চারজনকে ওএসডি করার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিসিবি নারী বিভাগের কর্মকর্তা শরফরাজ নেওয়াজ বাবু, নারী জাতীয় দলের ম্যানেজার এস এম ফায়াজ, ফিজিও সুরাইয়া আক্তার ও কোচ মাহমুদ ইমনের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেটার জাহানারা আলম। 

নিরপেক্ষ তদন্তের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান, নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। তবে এ কর্মকর্তাদের কারও বিরুদ্ধে সরাসরি যৌন হয়রানির অভিযোগ তোলা হয়নি। 

বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলকে এক সাক্ষাৎকারে জাহানারা আলম বলেন, বিসিবি নারী বিভাগের সাবেক ও প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের হয়ে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দিতেন শরফরাজ নেওয়াজ বাবু। ম্যানেজার ফায়াজও সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেন তিনি। নারী জাতীয় দলের সাবেক সহকারী কোচ মাহমুদ ইমনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন জাহানারা। 

যদিও যৌন হয়রানি করা সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম বিসিবির চাকরিতে নেই। তিনি বর্তমানে চায়না নারী দলের কোচ। জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার মঞ্জুরুল তদন্তের মুখোমুখি হতে রাজি আছেন। এদিকে জাহানারা ইস্যুতে বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার