আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন বাবা-ছেলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে একই ম্যাচে অংশ নিয়ে ইতিহাস গড়লেন বাবা-ছেলে। ইন্দোনেশিয়ার বিপক্ষে টিমোর লেস্টের প্রথম আন্তর্জাতিক ম্যাচে এই নজির গড়েন তারা।
৫০ বছর বয়সী সাত্তার একসঙ্গে খেলেছেন ১৭ বছরের ছেলে সুহেলের সঙ্গে। পুরুষদের ক্রিকেটে এই ঘটনা নজির হলেও আগেই এই জিনিস দেখা গিয়েছে নারীদের ক্রিকেটে।
সুইজারল্যান্ডের মা-মেয়ে মেত্তি ফের্নান্দেস এবং নয়না মেত্তি সাজু একসঙ্গে ছটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।
ঘরোয়া ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে এবং একে অপরের বিরুদ্ধে খেলার নজির অতীতে দেখা গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের ঘরোয়া ক্রিকেটে শিবনারায়ণ চন্দ্রপল এবং তাঁর ছেলে ত্যাগনারায়ণ চন্দ্রপল একসঙ্গে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৪-র মার্চে একটি ম্যাচে বাবা শিবনারায়ণের অধিনায়কত্বে খেলেছিলেন ত্যাগনারায়ণ।
এ বছর আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট স্পাগিজ়া ক্রিকেট লিগের ফাইনালে মহম্মদ নবি খেলেছিলেন তাঁর ছেলে হাসান এইসাখিলের বিরুদ্ধে।
আন্তর্জাতিক ক্রিকেটে টিমোর লেস্টের শুরুটা ভাল হয়নি। তারা তিনটি ম্যাচেই দশ উইকেটে হেরেছে।