Logo
Logo
×

খেলাধুলা

‘জাহানারা যখন অনুশীলন করত, কেউ তার সঙ্গে কথা বলত না’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০১:০৬ পিএম

‘জাহানারা যখন অনুশীলন করত, কেউ তার সঙ্গে কথা বলত না’

সাবেক ক্রিকেটার ও নারী দলের প্রাক্তন নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিপক্ষে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুলেছেন রুমানা আহমেদ। জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক বলছেন, মঞ্জুর বাজে আচরণ কারো অজানা ছিলো না। জাহানারার অনেক অভিযোগও সঠিক বলে মনে করেন তিনি।

ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে গত বৃহস্পতিবার দেওয়া একটি সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ করেন জাহানারা। অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো সাবেক এই অধিনায়ক বলেন, মঞ্জুরুল তাকে কুপ্রস্তাব দিতেন, মন্দ স্পর্শ করতেন।

সেসময় জাতীয় দলে খেলা রুমানা এসব বিষয়ের সত্যতা নিশ্চিত না করলেও জাহানারার বেশিরভাগ অভিযোগকে সঠিক মনে করেন। তিনি  বলেন, 'আমি দেখেছি, যখন সে (জাহানারা) অনুশীলন করত, কেউ তার সঙ্গে কথা বলত না। বোঝা যেত, তার প্রতি একধরনের ক্ষোভ আছে। সে আমাদের সঙ্গে কিছুই শেয়ার করত না।'

'যেভাবে সে (জাহানারা) ঘটনাগুলো বর্ণনা করেছে, সেভাবেই আসলে ঘটেছে। তিনি (মঞ্জুরুল) কথা বলার সময় খুব বেশি কাছে চলে আসতেন, কাঁধে হাত রাখতেন। এমনকি জুনিয়ররাও আমাদের কাছে এ নিয়ে অভিযোগ করেছে।'

তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি নিজে কখনো হয়রানির শিকার হয়েছেন কি না। উত্তরে রুমানা বলেন, 'না, আমি হইনি। তিনি (মঞ্জুরুল) আশেপাশে থাকলে আমি দূরত্ব বজায় রাখতাম।'

সেসময় নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা শফিউল আলম নাদেল যথাযথ উদ্যোগ নেননি বলে অভিযোগ রুমানার, 'তিনি (নাদেল) কখনো কোনো উদ্বেগ প্রকাশ করেননি। আমরা যখনই সমস্যার কথা বলেছি, তিনি শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো পদক্ষেপ নেননি।'

'এবার কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। যিনি চেয়ারম্যান ছিলেন, যার কাছে আমরা অভিযোগ করেছিলাম, তিনি এখন এইভাবে কথা বলছেন—যদিও ঘটনাগুলো তার মেয়াদকালেই ঘটেছে। সঠিকভাবে তদন্ত হওয়া দরকার।' মন্তব্য করেন রুমানা।

তবে তৎকালীন নারী উইং চেয়ারম্যান শফিউল আলম নাদেল দাবি করেছেন, জাহানারার চিঠিতে যৌন হয়রানির কোনো উল্লেখ ছিল না। নাদেল গতকাল বলেন, 'জাহানারা আমার কাছে অভিযোগ করেছিল যে মঞ্জুরুল তার সঙ্গে ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে খারাপ আচরণ করেছে। একাধিক অভিযোগের পর আমরা তাকে নারী দলের দায়িত্ব থেকে সরিয়ে দিই। কিন্তু জাহানারা কখনো হয়রানির বিষয়ে কিছু বলেনি, এমনকি সিইও-কে দেওয়া তার অভিযোগপত্রেও হয়রানির কোনো বর্ণনা ছিল না।'

এদিকে জাহানারার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি, যারা ১৫ দিনের ভেতর প্রতিবেদন জমা দেবে।

মূল অভিযুক্ত মঞ্জুরুল বর্তমানে চীনে আছেন। সেখান থেকে তার বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করে স্বাধীন তদন্তে সহযোগিতা করার আহবান করেছেন। তিনি বলেছেন, দেশে এসে যে কোন তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার