Logo
Logo
×

খেলাধুলা

অবশেষে জাহানারা ইস্যুতে নীরবতা ভাঙলেন মাশরাফি : যা বললেন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

অবশেষে জাহানারা ইস্যুতে নীরবতা ভাঙলেন মাশরাফি : যা বললেন

জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম।

এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেটপাড়ায়। বিসিবি জানিয়েছে তারা এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

এবার জাহানারা ইস্যুতে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাক।

বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে বলে আশাব্যক্ত করেন তিনি।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সবার জন্য নিরাপদ হোক—এমনটাই চেয়েছেন মাশরাফি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার