Logo
Logo
×

খেলাধুলা

আর্জেন্টিনা দলে ডাক পাওয়া কে এই ৬ ফুট ২ ইঞ্চির ‘গোলমেশিন’?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

আর্জেন্টিনা দলে ডাক পাওয়া কে এই ৬ ফুট ২ ইঞ্চির ‘গোলমেশিন’?

বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। জার্সি প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপের আমেজ। এই সময় সব দলই বাজিয়ে দেখছে নিজেদের বিকল্পগুলো, তাতে ডাক পাচ্ছেন আনকোরা সব মুখও। আর্জেন্টিনা দলেও তেমনভাবেই ডাক পেয়েছেন একাধিক তরুণ মুখ। তার মধ্যে আলোচনায় আছেন ৬ ফুট ২ ইঞ্চির ফুটবলার হোয়াকিন পানিচেইয়ি।

আর্জেন্টিনা দলে ডাক এবার পেলেও ইউরোপিয়ান ফুটবলের বড় বড় দলের নজরে আছেন তিনি বহু দিন ধরেই। মাত্র ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড দারুণ ফর্মে আছেন ফ্রান্সের লিগ আঁর ক্লাব স্ত্রাসবুর্গে। মৌসুমের শুরুতেই ৯ ম্যাচে ৮ গোল করে গোলদাতাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন মেসন গ্রিনউড ও সোফিয়ান ডিওপের মতো তারকাদের।

হোয়াকিন পানিচেইয়ি/ফাইল ছবি

২০০২ সালের ৭ অক্টোবর আর্জেন্টিনার কর্দোবায় জন্ম নেন পানিচেইয়ি। ছোটবেলা থেকেই ফুটবলে ছিলেন মনোযোগী। রেসিং দে কর্দোবা, বেলগ্রানো ও আতালায়ার মতো স্থানীয় ক্লাবে খেলেছেন। পরে ২০২০ সালে যোগ দেন আর্জেন্টিনার বড় ক্লাব রিভার প্লেটে। যুব দলে চমক দেখিয়ে সেখানে নিজের নাম তৈরি করেন।

২০২৩ সালে ইউরোপে পা রাখেন পানিচেইয়ি, স্পেনের দেপোর্তিভো আলাভেসে নাম লেখান। কিন্তু হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে সেখানে ক্যারিয়ার থমকে যায়। দীর্ঘ পুনর্বাসনের পর তিনি আবার আলোয় ফিরে আসেন। ২০২৪–২৫ মৌসুমে মিরান্দেসের হয়ে ধার চুক্তিতে খেলতে গিয়ে করেন ২১ গোল। সেই পারফরম্যান্সই তাকে নিয়ে আসে ফ্রান্সের শীর্ষ লিগে।

২০২৫ সালের জুলাইয়ে স্ত্রাসবুর্গ ১৬.৫ মিলিয়ন ইউরো খরচ করে তাকে দলে ভেড়ায় এবং ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করে। কয়েক মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। এখন দলের প্রধান গোলদাতা তিনিই।

১.৯০ মিটার বা ৬ ফুট ২.৮ ইঞ্চি লম্বা এই স্ট্রাইকার একাধারে শক্তিশালী ও টেকনিক্যাল। দুই পায়ে সমান দক্ষতার সঙ্গে গোল করতে পারেন, রক্ষণভাগের মাঝে তার মুভমেন্ট চমৎকার এবং মাঠে তার উপস্থিতি দলকে আস্থা দেয় দারুণভাবে। তার গড় ম্যাচ রেটিং ৭.৪, যা তার ধারাবাহিকতা ও প্রভাব স্পষ্ট জানান দেয়।

তার নেতৃত্বে স্ত্রাসবুর্গ এখন লিগ টেবিলে সপ্তম স্থানে, ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার স্বপ্ন দেখছে।

ইতালির সিরি আ ও ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাব ইতিমধ্যেই তার পারফরম্যান্স পর্যবেক্ষণ করছে। ইউরোপজুড়ে তার বাজারমূল্য বেড়েই চলেছে। নিজ দেশে অনেকে এখনই তাকে আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার