বিজ্ঞাপন
সাহসী জাহানারা বললেন ‘আজ একটু হালকা লাগছে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম
বিজ্ঞাপন
জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন সাবেক অধিনায়ক তথা তারকা পেসার জাহানারা আলম। গতকাল বৃহস্পতিবার সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে এই ভয়ংকর সত্য উন্মোচন করার পর জাহানারা জানালেন, এখন তিনি হালকা বোধ করছেন।
জাহানারা বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’ মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’
এসব অভিযোগ বিসিবি’কে দিয়েও লাভ হয়নি বলে মন্তব্য করেন বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া জাহানারা। তাই তিনি এখন বোর্ডের কাছে বিচার চান না, বরং আল্লাহর কাছে বিচার দিয়েছেন। জাহানারার ভাষায়, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইঙ্গের হেড) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হইতো, পরে আবার যা তাই। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।’
এই ঘটনার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ দুই দিন আগেই বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে শারিরীক হেনস্থার অভিযোগ এনেছিলেন জাহানারা। কয়েক ঘণ্টার মধ্যেই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল বিসিবি। এবার অবশ্য আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সেই পথে হাঁটেনি। তারা তদন্তের ঘোষণা দিয়েছে।
এদিকে গত রাতে অস্ট্রলিয়া প্রবাসী জাহানারা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ভয়ংকর অভিযোগগুলো সামনে এনে তিনি হালকা বোধ করছেন। সাংবাদিক রিয়াসাদ আজিমকে উদ্দেশ্য করে জাহানারা লিখেছেন, ‘অনেক কৃতজ্ঞতা ভাইয়া। আজ একটু হালকা লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে রিয়াসাদ ভাইয়া বিষয়গুলি সামনে আনতে আমাকে সাহায্য করার জন্য। সারা জীবন কৃতজ্ঞ থাকব আপনার কাছে। Thank you for your kind support।’
বিজ্ঞাপন