যেভাবে ফিফা দ্য বেস্টে অংশ নিতে পারেন আপনিও
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
ব্যালন ডি’অর পুরস্কারের পাশাপাশি ফিফাও প্রতিবছর বিশ্বের সেরা ফুটবলারকে বেছে নেয়। এবারও সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে দুই পুরস্কারের প্রক্রিয়ায় সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে, ফিফা দ্য বেস্টে সাধারণ মানুষও ভোট দিতে পারে। এবারও এর ব্যত্যয় ঘটেনি। প্রাথমিক পর্বে আপনিও ভোট দিয়ে বেছে নিতে পারবেন আপনার চোখে সেরা ফুটবলারটিকে।
পছন্দের সেরা খেলোয়াড়ের জন্য ভোট দেওয়ার সুযোগ আছে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। শুধু সমর্থকরাই নয়, সব দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়করা, সঙ্গে নির্বাচিত সাংবাদিকরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে এই ভোটিং প্রক্রিয়া হবে পরবর্তী পর্যায়ে।
প্রাথমিক পর্যায়ে শুধু সাধারণ মানুষই ভোট দিতে পারবেন। সেজন্য আপনাকে প্রথমে ফিফার ওয়েবসাইটের এই লিংকে প্রবেশ করতে হবে। এরপর সেখানে ইমেইলের মাধ্যমে লগ ইন করতে হবে। তৃতীয় ধাপে আপনাকে যেতে হবে ফুটবলারদের তালিকায়। সেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরা খেলোয়াড় বাছাই করে সাবমিট ভোট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই ভোটিং প্রক্রিয়া সম্পন্ন হবে। ফিফা জানিয়েছে, বর্ষসেরা ফুটবলারের নাম জানুয়ারিতে ঘোষণা করা হবে।
গত বছর এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ভিনি জুনিয়র। তবে এবার প্রার্থীদের তালিকায় তার নাম নেই।