নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
বেশ কিছুদিন ধরেই আলোচনায় জাহানারা আলম। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে সতীর্থদের মারধরের অভিযোগ এনেছিলেন। জাতীয় দলের সাবেক এই নারী ক্রিকেটারের অভিযোগকে ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান করেছে বিসিবি। তবে এবার দিয়েছেন আরও বিস্ফোরক তথ্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন।
জাহানারা বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে—তোর পিরিয়ডের কত দিন চলছে?’ পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকব, চলে আসিস।’
জাহানারা বলেছেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল (শফিউল আলম চৌধুরী নাদেল) স্যারকে বারবার জানিয়েছি। এক দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।’
তবে এ বিষয়ে মঞ্জুরুল ইসলাম কিংবা বিসিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।