নিগার বললেন, 'গুজব সাময়িক, সেটা কার্যকরী হবে না'
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ এএম
ক্রিকেট পাড়ায় এখন আলোচনায় জাহানারা আলম। এই মুহূর্তে দেশের বাইরে থাকা এই পেসার গুরুতর অভিযোগ এনেছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে। সম্প্রতি দেশের এক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা বলেন, নিগার তার সতীর্থদের মারধর করতেন। আরও অনেক নেতিবাচক কথা বলেন তিনি।
জাহানারার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর যাকে নিয়ে এতো আলোচনা-সমালোচনা সেই নিগার অবশেষে মুখ খুলেছেন। তার বিশ্বাস- গুজব সাময়িক ভাবে আলোচনায় আসলেও সেটা কার্যকরী হবে না।
গতকাল মঙ্গলবার রাতে বিসিবি এক দীর্ঘ বিবৃতি দেয়। তাতে লেখা ছিল, ‘বিসিবি এই (জাহানারার) অভিযোগগুলিকে স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে খণ্ডন করছে, যা ভিত্তিহীন, বানোয়াট এবং কোনো সত্যতা ছাড়াই। বোর্ড দুর্ভাগ্যজনক বলে মনে করে যে এমন এক সময়ে এই ধরনের অবমাননাকর এবং কলঙ্কজনক দাবি করা হয়েছে যখন বাংলাদেশ নারী দল আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসনীয় অগ্রগতি এবং ঐক্য প্রদর্শন করছে। বোর্ড বিশ্বাস করে যে এই মন্তব্যগুলির সময় এবং প্রকৃতি ইচ্ছাকৃত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং আপাতদৃষ্টিতে এমন একটি দলের মনোবল এবং আত্মবিশ্বাসকে ক্ষুণ্ন করার লক্ষ্যে যা গর্বের সাথে দেশকে প্রতিনিধিত্ব করে চলেছে।'
ওই বিবৃতিতে আরও লেখা হয়, ‘এটি অত্যন্ত হতাশাজনক যে একজন ব্যক্তি যার বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনায় কোনো সম্পৃক্ততা বা প্রাসঙ্গিকতা নেই তিনি জনসমক্ষে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি স্পষ্ট করে বলতে চায় যে নারী জাতীয় দলের নেতৃত্ব, খেলোয়াড় এবং ব্যবস্থাপনার উপর তাদের সম্পূর্ণ আস্থা এবং আস্থা রয়েছে।’
বোর্ডের বিবৃতির পরই নিজ অবস্থান ব্যাখ্যা করেছেন নিগার। আজ বুধবার (৫ নভেম্বর) নিজের ভেরিফাইট ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেন, ‘কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই এমন! দলটা আমাদের সবার, এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ বক্তব্য, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!’
নিগার আরও লিখেন, ‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দল টাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন! যখন কেউ দল থেকে বাদ পরেন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে তখনি সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে, সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু! শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি! গুজব ছড়িয়ে সাময়িক ভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবেনা আশা করি।’