অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জয় পেলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেননি শাহিন।
বুধবার (৫ নভেম্বর) ওয়ানডে ক্রিকেটের র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং তারকা ব্যাটসম্যান বাবর আজম র্যাংকিংয়ে পিছিয়ে গেছেন।
ব্যাটিং র্যাংকিংয়ে বাবর আজম এক ধাপ পিছিয়ে ৫০তম স্থানে নেমে গেছেন, তার রেটিং পয়েন্ট ৭২৮। অন্যদিকে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং ওপেনার ফখর জামান দুজনই এক ধাপ এগিয়ে ২৩তম ও ২৬তম অবস্থানে আছেন।
বোলিং র্যাংকিংয়ে পাকিস্তানের শাহিন আফ্রিদি একটি ধাপ পিছিয়ে ১৫তম স্থানে নেমেছেন, তার পয়েন্ট ৫৮৭। পাকিস্তানের আরেক বোলার নাসিম শাহ ১০ ধাপ উঠে ৩৩তম স্থানে পৌঁছেছেন, তার পয়েন্ট ৫২৪।
আফগান স্পিনার রশিদ খান ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন। তার পরে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ আছেন দ্বিতীয় স্থানে।