Logo
Logo
×

খেলাধুলা

গুরুতর অভিযোগের জবাবে কী বললেন জ্যোতি?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

গুরুতর অভিযোগের জবাবে কী বললেন জ্যোতি?

বেশ আফসোস নিয়েই নারী ওয়ানডে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। জিতেছে এক ম্যাচে, তবে একটু এদিক ওদিক হলে জয়ের সংখ্যাটা তিনও হতে পারত। তবে এমন এক বিশ্বকাপ শেষে দেশে ফিরতে না ফিরতেই নারী ক্রিকেট নিয়ে তোলপাড়। তার কারণ জাতীয় দলের পেসার জাহানারা আলমের একটি সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ আনা হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে।

সেই অভিযোগের পর এবার মুখ খুলেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই- এমন! দলটা আমাদের সবার। এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!’

জাহানারা আলম অভিযোগ এনেছিলেন, নিগার নাকি সিনিয়রদের সম্মান করেননি, দলে কর্তৃত্বপরায়ণ আচরণ করেছেন। তবে এমন সব কথা দলে না থাকার কারণেই করেছেন জাহানারা, বিশ্বাস জ্যোতির। তিনি বলেন, ‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন! যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে, তখনই সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে। সেখানকার মানুষ, পরিবেশ- সব কিছু!’

তবে দলের প্রতি যারা আস্থা রেখেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জ্যোতি। তিনি বলেন, ‘শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি! গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’

এর আগে বিসিবি এই অভিযোগের প্রেক্ষিতে এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বিসিবি। বোর্ড মনে করে, এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার