Logo
Logo
×

খেলাধুলা

মাথা টেপানো থেকে শারিরীক হেনস্থা - জ্যোতির বিরুদ্ধে যত অভিযোগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:০৫ এএম

মাথা টেপানো থেকে শারিরীক হেনস্থা - জ্যোতির বিরুদ্ধে যত অভিযোগ

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন তারই সাবেক সতীর্থ জাহানারা আলম। জাতীয় দলের বাইরে থাকা এই পেস তারকা এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। সেখান থেকেই তিনি একটি শীর্ষ জাতীয় পত্রিকাকে জানিয়েছেন, জ্যোতির সিন্ডিকেটের কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে! একই সঙ্গে জ্যোতির বিরুদ্ধে মারাত্মক কিছু অভিযোগ তুলেছেন।

জাহানারা অভিযোগ করেছেন যে, জ্যোতি দলের জুনিয়রদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করে থাকেন। অনুশীলনে নিজের কিটব্যাগও তিনি জুনিয়রদের দিয়ে বহন করান কিংবা বাধ্য করেন। প্রচণ্ড গরমের মাঝে সিলেটের একটি ক্যাম্পেও তিনি জুনিয়র এক ক্রিকেটারকে দিয়ে ব্যাগ টানিয়েছিলেন বলে জাহানারার অভিযোগ। সেই সিলেটেই নাকি ড্রেসিংরুমে জুনিয়রদের দিয়ে জ্যোতি নিজের মাথা টিপিয়েছেন, এবং তাদের দিয়েই চুলে তেল মেখেছেন।

জ্যোতির বিরুদ্ধে শারিরীক হেনস্থার অভিযোগও এনেছেন জাহানারা। বাংলাদেশ অধিনায়ক নাকি দলের জুনিয়রদের প্রচুর মারধর করেন। দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে বলে জাহানারার দাবি। জুনিয়র ক্রিকেটাররা দল থেকে বাদ পড়ার ভয়ে এসব নিয়ে মুখ খুলতে চায় না। অভিযোগ উঠেছে যে, জ্যোতি দলের সিনিয়রদেরকেও সম্মান করতেন না। জাহানারাকে ‘জাহান’ এমনকী সালমা খাতুনকে নাকি ‘সাল্লু’ বলে ডাকতেন!

দীর্ঘদিন দলের বাইরে থাকলেও জাহানারা এখনো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন। তার আশা- আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি এসব সমস্যার সমাধান করবে এবং দলের সিন্ডিকেট ভেঙে দেবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার