বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (৩ নভেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সভা শেষে এ তথ্য জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভায় চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের বেতন ৩৫% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমান অর্থবছরেই কার্যকর হবে।
এতদিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে ১ লাখ ২০ হাজার টাকা পেতেন। এখন থেকে তাদের বেতন বেড়ে হবে ১ লাখ ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ১ লাখ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ৩৫ হাজার টাকা।
নতুন চুক্তি অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।
‘সি’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার স্বর্ণা আক্তার, আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার। চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের কেউ জাতীয় দলে সুযোগ পেলে তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন।
এছাড়াও তাদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে ৭৫ ডলার এবং ট্যুর ফি ২৫ ডলার থেকে ৫০ ডলারে বৃদ্ধি করা হয়েছে।