প্রচারণায় সাকিব, মাঠে গেইল; টুর্নামেন্ট চলাকালে লাপাত্তা আয়োজকরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
কাশ্মীরে হচ্ছিল ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ। খেলছিলেন ক্রিস গেইল, থিসারা পেরেরা, জেসি রাইডারের মতো তারকারা। খেলার কথা ছিল সাকিবেরও। তবে এই টুর্নামেন্ট হুট করে নেতিবাচক খবরের শিরোনাম। খেলোয়াড়দের হোটেলে রেখেই টুর্নামেন্টের আয়োজকরা পালিয়েছেন, বিল বকেয়া রেখে!
এই টুর্নামেন্টের সোশ্যাল হ্যান্ডেলে সাকিব আল হাসানকেও দেখা গিয়েছিল অংশ নেওয়ার ঘোষণা দিতে। তিনি খেলেছেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়। তবে অংশ নিয়েছিলেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। তারা কোনো ম্যাচ ফি পাননি। এমনকি যে হোটেলে তাদের রাখা হয়েছে, তার বিল পরিশোধ না করেই আয়োজকরা পলাতক। ক্রিকেটাররা হোটেলেই রয়ে গেছেন!
৮ নভেম্বর কাশ্মীরের শ্রীনগরে এই টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল। হঠাৎ খেলোয়াড়দের জানানো হয়, অনিবার্য কারণে খেলা এখন বন্ধ থাকবে। রবিবার সকালে খেলোয়াড়রা জানতে পারেন আয়োজকরা লাপাত্তা। ৪০ জনের মতো খেলোয়াড়-কর্মকর্তা হোটেলে আটকা পড়া অবস্থায়ই জেনেছেন, সব বিলই বকেয়া রয়েছে।
ইসিবির মেলিসা জুনিপার গিয়েছিলেন এই টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করতে। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আয়োজকেরা হোটেল থেকে পালিয়ে গেছে। তারা হোটেল বিল কিংবা খেলোয়াড় বা আম্পায়ার কারও টাকা পরিশোধ করেননি। আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় এসেছি যেন সবাই বের হয়ে যেতে পারে।’
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আয়োজকদের পক্ষ থেকে দেড়শটি রুম চাওয়া হয়। গেইলের মতো তারকার উপস্থিতিতে কাশ্মীরের পর্যটন উপকৃত হবে- এমন কথাও বলেছেন তারা। তবে রবিবার সকালে সবাই উধাও হয়ে যায়। গেইলরাও অবশ্য হোটেল ছেড়ে এসেছেন বলে জানা গেছে।