Logo
Logo
×

খেলাধুলা

খেলার কথা ছিল সাকিবের, এর মধ্যেই বাধল গন্ডগোল!

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

খেলার কথা ছিল সাকিবের, এর মধ্যেই বাধল গন্ডগোল!

ভারত শাসিত জম্মু ও কাশ্মিরে জাঁকজমকভাবে শুরু হয়েছিল এক ঝলমলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ (আইএইচপিএল)। বিশ্বের নামি ক্রিকেট তারকারা অংশ নিয়েছিলেন এতে ক্রিস গেইল, জেসি রাইডার, থিসারা পেরেরা থেকে শুরু করে আরো অনেকে। এমনকি প্রচারণায় ছিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের ছবিও।

স্থানীয় ক্রিকেট ও পর্যটনকে ঘিরে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যেই আয়োজিত হয় টুর্নামেন্টটি। কিন্তু মাঝপথেই ভেস্তে গেল সব পরিকল্পনা। আয়োজকরা হঠাৎ করেই পালিয়ে যান, পরিশোধ করেননি হোটেল বিলসহ খেলোয়াড় ও কর্মকর্তাদের পাওনাও। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ও বিদেশি ক্রিকেটাররা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শ্রীনগরে গত ২৫ অক্টোবর আট দল নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। ৮ নভেম্বর ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার হঠাৎ ঘোষণা আসে কারিগরি কারণে দিনের খেলা বাতিল। পরদিন সকালে জানা যায়, আয়োজকরা আগের রাতেই পালিয়েছেন!

শ্রীনগরের দ্য রেসিডেন্সি হোটেল জানায়, আয়োজকদের কাছ থেকে তারা কোনো বিল পাননি। প্রায় ৪০ জন খেলোয়াড় ও কর্মকর্তা হোটেলেই আটকা পড়েছিলেন। ইংল্যান্ডের আম্পায়ার মেলিসা জুনিপার জানান, আয়োজকরা সবাইকে ফেলে পালিয়েছে। হোটেল, খেলোয়াড়, আম্পায়ার কাউকেই টাকা দেয়নি তারা। শেষ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষের সহায়তায় ফিরতে পেরেছি। এত দূরে এসে এমন অভিজ্ঞতা অন্যায্য।

হোটেল সূত্রে জানা গেছে, আয়োজক ‘ইয়ুথা সোসাইটি’ প্রায় ১৫০টি কক্ষ বুক করেছিল ক্রিস গেইলদের জন্য। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু এলোমেলো হয়ে যায়। ভারতের সাবেক অলরাউন্ডার পারভেজ রাসুল বলেন, কিছু বিদেশি খেলোয়াড়কে হোটেল ছাড়তে দেওয়া হচ্ছিল না। ইংলিশ আম্পায়ারকেও ব্রিটিশ দূতাবাসের সহায়তা নিতে হয়েছে।

স্থানীয় এক ক্রিকেটার জানান, প্রথম দিন থেকেই আয়োজকদের প্রস্তুতি ছিল দুর্বল। খেলোয়াড়দের জার্সি ছিল না, বাজার থেকে কিনে দেওয়া হয়। মাঠে দর্শকও ছিল না, স্পনসররাও পিছু হটে। কোনো খেলোয়াড়ের সঙ্গে লিখিত চুক্তিও হয়নি।

নিউজিল্যান্ড সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

এই বিতর্কিত সমাপ্তি এখন প্রশ্ন তুলেছে এত বড় আয়োজনের পেছনে আদৌ কোনো আর্থিক পরিকল্পনা বা প্রশাসনিক অনুমোদন ছিল কি না। স্থানীয় ক্রিকেটপ্রেমীরা বলছেন, এমন বিশৃঙ্খলা কাশ্মিরের ক্রিকেট ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার