Logo
Logo
×

খেলাধুলা

আলোচিত প্রেম ভেঙে যাওয়ার পরই স্বরূপে ইয়ামাল, কাটালেন দীর্ঘ খরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:১৪ এএম

আলোচিত প্রেম ভেঙে যাওয়ার পরই স্বরূপে ইয়ামাল, কাটালেন দীর্ঘ খরা

লামিন ইয়ামালকে যেন চেনাই যাচ্ছিল না। আগের মৌসুমে যে ক্ষুরধার রূপ তিনি দেখিয়েছিলেন, চলতি মৌসুমে যেন তার ছায়া হয়ে ছিলেন। দীর্ঘদিন লা লিগায় গোল পাননি। ঠিক একই সময়ে প্যারালালে যখন আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে তার প্রেম চলছিল তুমুলভাবে, তখন ভক্ত সমর্থকদের রোষ গিয়ে পড়ছিল সেই প্রেমের ওপরই। তবে সেই প্রেম ভেঙে যাওয়ার ঘোষণা এসেছে এক দিন আগে। তার ঠিক পরের ম্যাচে নেমেই স্বরূপে ফিরলেন ইয়ামাল। কাটিয়ে ফেললেন দীর্ঘ এক খরাও। তাতেই বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে এলচেকে।

লা লিগায় ইয়ামাল সবশেষ গোলটা পেয়েছিলেন সেই আগস্ট মাসে। তবে এখানে একটা শুভঙ্করের ফাঁকিও আছে। সেপ্টেম্বর আর অক্টোবর মিলিয়ে চোটের কারণে ৪ ম্যাচ মিস করেছেন তিনি। তবে বাকি যে ৪ ম্যাচ খেলেছেন, সেখানেও খুব ভালো পারফর্ম করতে পারেননি।

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কুঁচকির চোট কাটিয়ে ফিরেছিলেন। সেখানেও ছিলেন নিজের ছায়া হয়ে। এরই মধ্যে তার ব্রেক আপের খবর শঙ্কা ছড়াচ্ছিল, না জানি এর প্রভাব পারফর্ম্যান্সেও পড়ে!

তবে না, তার ‘ইতিবাচক’ প্রভাবটাই পড়ল। এলচের বিপক্ষে শুরু থেকেই তিনি ছিলেন একদম ছন্দে। গোল করতে সময় নিলেন ৯ মিনিট। ম্যাচের নবম মিনিটে আলেহান্দ্রো বালদে বল নিয়ে এগিয়ে এসে ইয়ামালকে পাস দেন। ইয়ামাল বল থামিয়ে নিখুঁত এক শটে সাবেক বার্সা গোলরক্ষক ইনাকি পেনার জালে পাঠান বলটি।

এর তিন মিনিট পরই ফেররান তরেস গোল করেন। ফেরমিন লোপেজ বাম দিক দিয়ে দারুণ দৌড়ে এসে নিখুঁত ক্রস দেন, যা থেকে সহজেই গোলটি করেন টরেস। গোল উদযাপনে টরেস তার টি-শার্টে লেখা বার্তা দেখান ভ্যালেন্সিয়ার স্মরণে। গত বছর স্পেনের পূর্ব উপকূলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এই অঞ্চল।

ফেরমিন লোপেজ ও র‍্যাশফোর্ডের দুটি শট সামান্য বাইরে যায়, আর টরেসের এক শট রুখে দেন ইনাকি পেনা।

হাফটাইমের আগে রাফা মির এলচের হয়ে একটি গোল পরিশোধ করেন। তিনি অফসাইডে ছিলেন না, কারণ বল পাবার সময় তিনি নিজের অর্ধে অবস্থান করছিলেন। মিরের বাঁকানো শট বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো ও গোলরক্ষক ভয়চেক শেজনির নাগাল ছুঁয়ে পোস্টে লেগে জালে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে মিরের আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। কিন্তু বার্সেলোনাকে জয়ের পথে ফেরান র‍্যাশফোর্ড। ফেরমিন লোপেজের নিখুঁত ক্রস থেকে দারুণ এক শটে গোল করেন তিনি। এটি ছিল তার চলতি লিগ মৌসুমের দ্বিতীয় গোল।

শেষের দিকে সেজনি আবারও বার্সাকে রক্ষা করেন। রাফা মিরের একটি শক্তিশালী শট পোস্টে ঠেকিয়ে দেন তিনি। বার্সা তাই হাঁফ ছেড়ে বাঁচে, ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ের ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের পয়েন্ট এখন ২২।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার