Logo
Logo
×

খেলাধুলা

সোহানের ওই ক্যাচ মিসই কি হারিয়ে দিয়েছে বাংলাদেশকে? কী বললেন সৌম্য?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম

সোহানের ওই ক্যাচ মিসই কি হারিয়ে দিয়েছে বাংলাদেশকে? কী বললেন সৌম্য?

বাংলাদেশ তাদের ইতিহাসের প্রথম টাই ম্যাচের দেখা পেয়েছে গত রাতে। এরপর প্রথম সুপার ওভারও খেলেছে। যদিও জয় আসেনি। বরং জন্ম দিয়েছে একাধিক প্রশ্নেরও।

তবে এ সবকিছুই হতো না, যদি মূল ম্যাচের শেষ ওভারে সুযোগ কাজে লাগানো যেত। শেষ ওভারে ক্যাচের সুযোগ পেয়ে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। যদিও তা কাজে লাগানো যায়নি।

শেষ ওভারে উইন্ডিজের ৫ রান প্রয়োজন ছিল। তখন বোলিং আক্রমণে আসেন সাইফ হাসান।

প্রথম দুই বলে ডট দিয়ে পরিস্থিতিটা বাংলাদেশের অনুকূলে নিয়ে আসেন সাইফ হাসান। এরপর দুই বলে দুই সিঙ্গেলে আবারও লড়াইয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই বলে প্রয়োজন ছিল তিন রান। তখনই আকিল হোসেইনকে বোল্ড করেন সাইফ। 

শেষ বলে ৩ প্রয়োজন ছিল। নতুন ব্যাটার খারি পিয়েরে ছক্কা হাঁকাতে গিয়ে বল তুলে দিয়েছিলেন আকাশে। সে ক্যাচটা নিতে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তার হাত ফসকে বেরিয়ে যায় বলটা। ইতোমধ্যেই ২ রান নিয়ে নেয় উইন্ডিজ। ফলে ম্যাচটা হয় টাই। 

১ বল থেকে যখন ৩ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের, তখন পিয়েরের ক্যাচটা নিতে পারলেই অলআউট হয় সফরকারীরা। নিজেদের ইতিহাসের সবচেয়ে কম রানের জয়টাও তুলে নেওয়া যেত তাতে। 

সুপার ওভার তো আলোচনায় আছেই, সোহানের সেই ক্যাচ মিস নিয়েও কম কথা হচ্ছে না এখন। সে ক্যাচ নিয়ে সৌম্য সংবাদ সম্মেলনে বললেন, ‘ক্যাচ ছিল, এটাও টার্নিং পয়েন্ট হতে পারে।’

সোহানের ওই ক্যাচই কি বাংলাদেশের হারের কারণ কি না, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটা ক্যাচই সবকিছু না, তবে হ্যাঁ টাফ ক্যাচ ছিল। ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম। টাফ ছিল সে ভালো ট্রাই করেছে।’

সোহান যখন ওই ক্যাচ নিতে এগোচ্ছেন, কাছাকাছি জায়গা থেকে মোস্তাফিজুর রহমানও দৌড়োচ্ছিলেন সেদিকে। তার জন্য ক্যাচটা নেওয়াই তুলনামূলক সহজ হতে পারত। সে বিষয়ে অবশ্য কিছু বলেননি সৌম্য।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার