২৯ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পিএম

মিরপুরের পিচ সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিল। সেই উইকেটে এবার বিশ্বরেকর্ডই গড়ে বসল ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচের পর হুট করে নাসুম আহমেদকে দলে ঢোকানো হয়। তাই দেখে ওয়েস্ট ইন্ডিজও স্কোয়াডে নেয় আকিল হোসেইনকে। কাল রাত ২টা ৩০ মিনিটে ঢাকায় এসে নামা এই স্পিনারকে আজ একাদশেও নামিয়ে দেয়।
তা দেখেই উইন্ডিজের অভিপ্রায়টা ছিল পরিষ্কার। স্পিন দিয়েই ছেঁকে ধরতে চাইছে বাংলাদেশকে। ম্যাচে হলোও তাই। একাদশে ৫ স্পিনার নিয়ে নামে উইন্ডিজ।
তবে উইন্ডিজ একাদশে ছিলেন পেসার জেডেন সিলসও। তবে তাকে আজ বোলিংই দেয়নি ক্যারিবীয়রা। স্পিনারদের দিয়েই আক্রমণ সাজিয়েছে।
তাতেই গড়া হয়ে গেছে রেকর্ডটা। আন্তর্জাতিক ওয়ানডেতে স্পিনারদের দিয়ে সর্বোচ্চ ওভার করানোর কীর্তিটা এতদিন ছিল শ্রীলঙ্কার। ১৯৯৬ সালে এই উইন্ডিজের বিপক্ষেই ৪৪ ওভার করিয়েছিল স্পিন দিয়ে। তবে সে রেকর্ডটা আজ ইনিংসের ৪৫তম ওভারেই ছাড়িয়ে গেছে দলটা। তাতেই ভেঙে গেছে ২৯ বছরের পুরোনো বিশ্বরেকর্ডটা।