ভারতের চরম ব্যাটিং বিপর্যয়, হারল বিশাল ব্যবধানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম

ঘরে বাঘ, বিদেশে বিলাই; এমন অবস্থা ক্রিকেটের মোড়ল দাবি করা ভারতের। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ধারাবাহিক জয়ে শিরোপা জিতে নেয় ভারত।
এশিয়া কাপ শেষে অস্ট্রেলিয়া সফরে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে ভারতীয় ক্রিকেট দল।
অস্ট্রেলিয়ার পার্থে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। দলীয় ৪৫ রানেই সাজঘরে ফেরেন প্রথম সারির ৪ ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল ও স্রেয়াশ আইয়ার।
পঞ্চম উইকেটে অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল ৩৯ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন ওয়াশিংটন সুন্দর, হারশিত রানা ও আর্শদীপ সিং।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ে দিনে হাল ধরতে পারেননি দীর্ঘদিন পর খেলতে নামা জাতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ৮ রান করলেও কোহলি ফেরেন শূন্য রানে। ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি ভারত।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২৬ ওভারে ১৩১ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে; ২৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার মিচেল মার্শ। ৩৭ রান করেন জশ ফিলিপ।
আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২৬ ওভারে ১৩৬/৯ (রোহিত ৮, গিল ১০, কোহলি ০, শ্রেয়াস ১১, আকসার ৩১, রাহুল ৩৮)।
অস্ট্রেলিয়া: ২১.১ ওভারে ১৩১/৩ (মার্শ ৪৬, ফিলিপ ৩৭, রেনশ ২১)।
ফল: অস্ট্রেলিয়া ৩১ বল হাতে রেখে ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মিচেল মার্শ