ফুটবলে আয়ে আবারো শীর্ষে রোনালদো, নেইমার তালিকার বাইরে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৮ পিএম

৪০ বছর বয়সেও থামছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর ক্লাবের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি করে তিনি উপার্জনের তালিকায় এবারো শীর্ষে রইলেন।
ফোর্বসের হিসাবে, ২০২৫–২৬ মৌসুমে রোনালদো মোট ২৮০ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৩৫০ কোটি টাকা) আয় করবেন। এর মধ্যে ২৩০ মিলিয়ন ডলার আল নাসর থেকে এবং বাকি ৫০ মিলিয়ন ডলার নাইকি, বিনান্স ও হার্বালাইফসহ বিভিন্ন ব্র্যান্ড থেকে। এ নিয়ে গত এক দশকে ষষ্ঠবারের মতো বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হলেন তিনি।
রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি রয়েছেন দ্বিতীয় স্থানে। ইন্টার মায়ামির হয়ে তার আয় প্রায় ১৩০ মিলিয়ন ডলার।
তৃতীয় স্থানে আছেন আল ইত্তিহাদের করিম বেনজেমা (১০৪ মিলিয়ন), চতুর্থ রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে (৯৫ মিলিয়ন) এবং পঞ্চম ম্যানচেস্টার সিটির আরলিং হালান্ড (৮০ মিলিয়ন)।
ব্রাজিলিয়ান তারকা নেইমার এবার তালিকা থেকে বাদ পড়েছেন। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ফেরার ফলে তার আয় কমে দাঁড়িয়েছে মাত্র ৩৮ মিলিয়ন ডলার— যা তাকে ছিটকে ফেলেছে শীর্ষ দশের বাইরে।
এই তালিকায় ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল। তার আয় ৪৩ মিলিয়ন ডলার।
এছাড়া রিয়াল মাদ্রিদের তরুণ তারকা জুড বেলিংহামও আছেন নবম স্থানে (৪৪ মিলিয়ন ডলার)। তরুণদের এই উত্থানে ফুটবল দুনিয়ায় নতুন প্রজন্মের দাপট স্পষ্ট।
ফোর্বসের হিসাবে, বিশ্বের শীর্ষ দশ ফুটবলার ২০২৫–২৬ মৌসুমে মিলিতভাবে ৯৪৫ মিলিয়ন ডলার আয় করবেন। গত বছরের তুলনায় এটি প্রায় ৪ শতাংশ কমলেও ফুটবল এখনো বিশ্বের সবচেয়ে লাভজনক খেলা হিসেবে অবস্থান ধরে রেখেছে।