Logo
Logo
×

খেলাধুলা

র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম

র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

অক্টোবরের আন্তর্জাতিক বিরতি শেষে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। হামজা, সোমিতরা এখন ১৮৩ নম্বরে।  

শুক্রবার (১৭ অক্টোবর) হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে আগের থেকে ৫.১৮ রেটিং হারিয়েছে বাংলাদেশ। এরপরও র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি ঘটেছে তাদের।

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম লেগে ঘরের মাঠে ৪-৩ গোলের হার; আর অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এদিকে ভেনেজুয়েলার আর পুয়ের্তো রিকোর বিপক্ষে দুই জয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন দুই নম্বরে আর্জেন্টিনা। তবে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন আর দুই থেকে তিনে নেমে গেছে ফ্রান্স। 

আরও পড়ুন
এদিকে জাপানের কাছে হারে এক ধাপ নিচে নেমেছে ব্রাজিল। ছয় থেকে নেমে এখন সাতে অ্যানচেলোত্তির দল। এছাড়াও র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে আছে ইংল্যান্ড। আর পর্তুগাল ধরে রেখেছে ৫ নম্বর স্থান। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার