বিশ্বকাপের সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়াটয়।
এই সিরিজ দিয়ে দীর্ঘদিন বাদে জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। সবশেষ আফগানিস্তান সিরিজে তানজিদ তামিম ভালো করতে পারেননি। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে ওপেনিংয়ে সাইফের সঙ্গে সৌম্যকেই দেখা যেতে পারে।
এছাড়া, চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো জয় না পাওয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সফরেও হোয়াইটওয়াশ হওয়া—সব মিলিয়ে ওয়ানডে যেন বাংলাদেশের জন্য বিভীষিকার ফরম্যাটে পরিণত হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।