‘হ্যান্ডশেক-বিতর্কের’ পর এবার নতুন কাণ্ড ঘটল পাক-ভারত ম্যাচে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম

মালয়েশিয়ার জোহর বারুতে অনুষ্ঠিত সুলতান অব জোহর কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ম্যাচের আগে নানা কথা চলছিল। বিশেষ করে এশিয়া কাপে তিন দফা হ্যান্ডশেক কাণ্ডের পর এমন আলোচনা অস্বাভাবিক ছিল না। তবে সেখানে এবার দেখা মিলল নতুন কাণ্ডের।
ভারত ও পাকিস্তান দুই দেশের জাতীয় সঙ্গীত বেজেছে ম্যাচের আগে। তা শেষ করতেই দেখা যায় দারুণ এক দৃশ্য যা এশিয়া কাপে দেখা যায়নি। জাতীয় সঙ্গীত পর্ব শেষে খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে পরস্পরকে শুভেচ্ছা জানান। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে খেলাধুলায় টানাপোড়েন চললেও, এদিনের দৃশ্য ছিল একেবারে ভিন্ন।
এর আগে এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোয় বড় বিতর্ক তৈরি হয়েছিল। ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করেননি। এতে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। একইভাবে নারী ক্রিকেট বিশ্বকাপেও ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক থেকে বিরত ছিল।
ফুটবলেও দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ছিল নানা ঘটনা। কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানি খেলোয়াড়দের ‘চা খাওয়ার’ ভঙ্গিমায় উদ্যাপন আলোচনায় এসেছিল। তবে ভারত ম্যাচটি ৩-২ গোলে জিতে নেয়।
অন্যদিকে, ভারতের জুনিয়র পুরুষ হকি দল দুর্দান্ত ছন্দে আছে। সুলতান অব জোহর কাপে তারা এখন পর্যন্ত অপরাজিত। প্রথম ম্যাচে গ্রেট ব্রিটেনকে ৩-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-২ ব্যবধানে হারিয়েছে তারা।
পাকিস্তানের অবস্থাও খারাপ নয়। তারা মালয়েশিয়াকে ৭-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হার মানতে হয়।
পাকিস্তান হকি ফেডারেশনের এক সিনিয়র কর্মকর্তা আগেই বলেছিলেন, ভারতীয়রা যদি হ্যান্ডশেক না করে, তবু খেলোয়াড়দের যেন শান্ত থাকে। তিনি বলেন, ‘খেলোয়াড়দের বলা হয়েছে, যদি ভারতীয় খেলোয়াড়রা ম্যাচের আগে বা পরে হাত না মেলায়, তখন সেটা উপেক্ষা করে খেলা চালিয়ে যেতে হবে। তাদের আরও বলা হয়েছে যেন কোনো আবেগপ্রবণ আচরণ না করে। আমরা খেলোয়াড়দের বলেছি, মাঠে কেবল খেলায় মন দিতে হবে, অন্য কিছু নয়।’