মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে : আসিফ মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম
৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান অথবা দেশত্যাগ করেন। একই পরিণতি বরণ করেন দলটির হুইপ ও সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তবে এবার অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন, মাশরাফি তার পূর্বের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে।
সাকিব আল হাসান প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাকিবকে দেশে খেলতে দেওয়ার বিষয়ে সহায়তা করার সুযোগ নেই বলে জানান তিনি। শেখ হাসিনাকে সমর্থন করাই সাকিবের বিষয়টি আলোচনায় আসার মূল কারণ বলে উল্লেখ করেন আসিফ।
সাকিব সম্পর্কে তিনি বলেন, শেয়ার মার্কেটে কেলেঙ্কারি নিয়ে মামলা হলো, তারপর আরও কিছু ফিন্যানশিয়াল ফ্রড নিয়ে দুদকের মামলা চলছে, তারপর তার বাবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এমন ভিডিও সামনে এসেছে, তার পরিবারের বিরুদ্ধেও সম্ভবত হত্যামামলা আছে। তো এগুলোর কারণে সামনে এসেছে বিষয়টা, এমন না যে আমরা পিক আপ করে নিয়ে এসেছি।
সাকিবের প্রসঙ্গ থেকে তিনি মাশরাফির রাজনৈতিক অবস্থান নিয়ে বলেন, কিন্তু মাশরাফি বিন মুর্তজার বিষয়ে এমন কিছু আছে কি না, এমন আমার জানা নেই বা আমার চোখে পড়েনি। আমার জানামতে উনি ওনার যে রাজনৈতিক অবস্থান ছিল সেটা থেকেও আবার সরে এসেছেন, ফেসবুকে উনি স্পষ্ট করেছেন বলে আমার মনে পড়ে।
প্রসঙ্গত, মাশরাফি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত গত বছরের আগস্টে এক সাক্ষাৎকারে দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই, তাহলে কেমন হয়ে যায় না!
গত এক বছরে মাশরাফির ১৪টি ফেসবুক পোস্টের কোনটিই আওয়ামী লীগ সম্পর্কিত নয়। অন্যদিকে সাকিব একই সময়ে জুয়ার ব্র্যান্ডিংয়ের পাশাপাশি আওয়ামী লীগ নিয়ে একাধিক পোস্ট করেছেন।