ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে নতুন সিদ্ধান্ত

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১২ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে তার অফিসে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাকসু, প্রক্টর অফিস ও এস্টেট অফিসের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ক্যাম্পাসের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, প্রবেশাধিকার, রিকশাচালকদের শৃঙ্খলায় আনা এবং অসামাজিক কার্যক্রম প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে স্তারিত আলোচনা হয়। আলোচনার শেষে নিচের সিদ্ধান্তগুলো গৃহীত হয়—
১️. যৌথ নিরাপত্তা টিম গঠন: প্রক্টর অফিস ও এস্টেট অফিসের নিরাপত্তা প্রহরীগণ যৌথভাবে দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী তাদের দায়িত্ব ও কাজের পুনঃবিন্যাস করা হবে। এ বিষয়ে ডাকসুর প্রতিনিধিরা সমন্বয় করবেন।
২️. প্রবেশপথে নিরাপত্তা জোরদার: নীলক্ষেত, পলাশী, চাঁনখারপুল, হাইকোর্ট মোড়, বকশিবাজার মোড় ও শাহবাগ প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তাকর্মী
নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এক মাসের জন্য বিএনসিসি ও গ্রীণ ফিউচার ফাউন্ডেশনের কর্মীদের সমন্বয়ে পাইলট প্রোগ্রাম পরিচালিত হবে।
৩️. মেট্রোরেল স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা: মেট্রোরেল স্টেশনের নিচে ভ্রাম্যমাণ দোকান, হকার, রিকশা ও ভবঘুরে ব্যক্তিদের নিয়ন্ত্রণে আনা এবং গভীর রাতে অসামাজিক কার্যক্রম প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হবে।
৪️. টিএসসি এলাকায় সিসি ক্যামেরা সচল রাখা: টিএসসি এলাকায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো সচল রাখা এবং আলো বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে আইসিটি সেল পরিচালক, এস্টেট ম্যানেজার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
৫️. রিকশাচালকদের শৃঙ্খলায় আনা: নির্ধারিত রিকশাচালকদের জন্য ইউনিফর্ম প্রস্তুত করা হয়েছে। শিগগিরই রিকশাচালকদের নির্ধারিত নিয়মের মধ্যে আনা হবে।
৬️. প্রবেশাধিকার নিয়ন্ত্রণ: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকবে। অফিস সময়েও প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
সভায় সহকারী প্রক্টরগণ, এস্টেট ম্যানেজার ফাতিমা বিনতে মোস্তফা, ডাকসুর সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ উপস্থিত ছিলেন।
গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে পরদিন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, এস্টেট ম্যানেজার ও প্রক্টর অফিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সরেজমিন পরিদর্শন করে বাস্তবায়ন রূপরেখা প্রণয়ন করেন।