Logo
Logo
×

খেলাধুলা

বাংলাদেশ-হংকং ম্যাচ চলাকালে বাফুফের দুঃখপ্রকাশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম

বাংলাদেশ-হংকং ম্যাচ চলাকালে বাফুফের দুঃখপ্রকাশ

যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ-হংকং ম্যাচটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এখনো সম্প্রচার করা সম্ভব হচ্ছে না, তাই সামাজিক মাধ্যমে বিষয়টির জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচগুলো দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে নিয়মিত প্রচারিত হয়। তবে আজ একই সময়ে জাতীয় ক্রিকেট দলের ম্যাচ থাকায় তারা সে ম্যাচটি প্রচারের সিদ্ধান্ত নেয়। তাই জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইয়ের বিটিভিতে সম্প্রচারের ব্যবস্থা করে বাফুফে।

কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সম্প্রচার শুরু করা যায়নি। তাই মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাফুফে জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ ও হংকং, চীন এর মধ্যকার ফুটবল ম্যাচটি এখনো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)তে সম্প্রচার সম্ভব হচ্ছে না। হংকং, চীন থেকে নির্ধারিত সম্প্রচার লিংকে সমস্যা থাকায় এই অসুবিধা দেখা দিয়েছে। বিটিভির সকল সদস্য সমস্যাটি সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সমস্যার সমাধান হলেই আমরা আপনাদের তা জানাবো। অনাকাঙ্ক্ষিত এই সমস্যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এদিকে হংকংয়ের বিপক্ষে মাঠের ফুটবলে খুব একটা সুবিধা করতে পারছে না বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাই তাক স্পোর্টস পার্কে ০-১ গোলে (৭৭ মিনিট) পিছিয়ে রয়েছে হামজা-শমিতরা। প্রথমার্ধে ৩৬ মিনিটে পেনাল্টি থেকে ম্যাট ওর-এর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথম লেগে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের পরও ৩-৪ গোলে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার