টিভিতে দেখাবে না জামালদের হংকং মহারণ, তাহলে দেখবেন কীভাবে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট এবং ফুটবল দল আজ একই সময়ে মাঠে নামছে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে মেহেদী হাসান মিরাজরা।
একইসময়ে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে স্বাগতিকদের মুখোমুখি হবেন জামাল-হামজারা।
দুটি ম্যাচ একই সময়ে হওয়ায় দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস শুধু বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।
তাই বাংলাদেশ-হংকং ম্যাচটি বৈধভাবে শুধু বঙ্গ অ্যাপে দেখা। এছাড়া ফেসবুকে বা ইউটিউবে বিচ্ছিন্নভাবে কিছু পেজ বা প্রোফাইলে যদিওবা ম্যাচটি দেখাও যায়, সেই লিঙ্কগুলো মোটেও বৈধ নয়।
উল্লেখ্য, এবারের এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি। একটি ড্রয়ের পাশাপাশি ২ ম্যাচে হেরেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।