হংকংয়ের বিপক্ষে প্রথম একাদশে নেই তারকা ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন এখন দোদুল্যমান। হারলে বাংলাদেশের আশা কার্যত সব শেষ। এমন সমীকরণের ম্যাচে কানাডার প্রবাসী ফুটবলার শমিত সোমকে বেঞ্চে রেখে প্রথম একাদশ সাজিয়েছে হাভিয়ের কাবরেরা। হংকংয়ের বিপক্ষে লাল-সবুজের কোচ সাজিয়েছেন ৪-৪-২ ফরমেশন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত আটটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে হামজা-জামালদের ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বের টিকে থাকার লড়াই। কাবরেরা গোলপোস্টের নিচে মিতুল মারমার ওপর বিশ্বাস রাখছেন।
রক্ষণের দায়িত্বে থাকছেন দুই সেন্টার ব্যাক তারিক কাজী ও শাকিল আহাদ তপু। লেফট ব্যাকে সাদ উদ্দিন এবং রাইটে তাজ উদ্দিন। মাঝমাঠে হামজার সঙ্গে আছেন সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র। তাদের সঙ্গে থাকবেন শেখ মোরসালিন।
প্রথম একাদশে সুযোগ হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়ার। আক্রমণভাগে আছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। শমিত সোমকে রাখা হয়েছে বেঞ্চে।
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণ: তারিক কাজী, শাকিল তপু, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন
মধ্যমাঠ: হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।