Logo
Logo
×

খেলাধুলা

বাংলাদেশ-হংকং ম্যাচে ১১ নিষেধাজ্ঞা দিল বাফুফে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম

বাংলাদেশ-হংকং ম্যাচে ১১ নিষেধাজ্ঞা দিল বাফুফে

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। ফিফা র‌্যাংকিংয়ে ১৪৬ নম্বরে থাকা হংকংয়ের বিপক্ষে তা কী সম্ভব ১৮৪ নম্বরে থাকা লাল-সবুজের দলটির পক্ষে, তা জানা যাবে বৃহস্পতিবার। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

বাংলাদেশ-হংকং ম্যাচ ঘিরে ১১টি বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফে। আজ দুপুরে বাফুফের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। 

  • কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না।
  • মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের বেআইনি সামগ্রী নিষিদ্ধ।
  • জাতিগত, রাজনৈতিক, ধর্মীয় বা উস্কানিমূলক কোনো সামগ্রী আনা যাবে না।
  • আতশবাজিসহ আগুন লাগার ঝুঁকি বাড়ায় এমন সব কিছুই নিষিদ্ধ।
  • সহায়তাকারী প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী আনা যাবে না।
  • আসনের নিচে রাখা যায় না এমন বড় বা ভারি বস্তু নিষিদ্ধ।
  • লেজার পয়েন্টার, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী এবং খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের মনোযোগ নষ্ট করে এমন জিনিস আনা যাবে না।
  • প্রচারমূলক বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি জিনিসপত্র নিষিদ্ধ।
  • ব্যক্তিগত ব্যবহার ছাড়া অন্য কোনো ধরনের রেকর্ডিং ডিভাইস বা ক্যামেরা আনা যাবে না।
  • জননিরাপত্তা বিঘ্নিত করে বা ইভেন্টের সুনাম নষ্ট করে এমন যেকোনো বস্তু নিষিদ্ধ।
  •  অন্য দর্শকদের খেলা দেখতে বাধা দেয় এমন কোনো জিনিস আনা যাবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার