বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনাল্ডো, মেসির চেয়ে কত বেশি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:৫৮ এএম
সিআর সেভেনের মুকুটে নয়া পালক। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন পর্তুগিজ তারকা। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স, যা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের নেট মূল্যের উপর নজর রাখে, প্রথমবারের মতো ৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তালিকাভুক্ত করেছে।
ফুটবল কেরিয়ার, বিনিয়োগ এবং বিজ্ঞাপন থেকে তার আয় মেলালে মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, রোনাল্ডো ২০০২ থেকে ২০২৩-এর মধ্যে বেতন হিসাবে ৫৫০ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। এই সময় তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস সহ কয়েকটি শীর্ষস্থানীয় ইউরোপীয় ক্লাবের হয়ে ফুটবল খেলেছিলেন। তিনি নাইকির সাথে প্রতি বছর প্রায় ১৮ মিলিয়ন ডলার মূল্যের এক দশকের চুক্তি করেছিলেন। আরমানি এবং ক্যাস্ট্রলের মতো ব্র্যান্ডের সাথে তার অন্যান্য এনডোর্সমেন্টগুলো তার আয়ের তালিকায় ১৭৫ মিলিয়ন ডলার যুক্ত করেছে।
দুই বছর আগে পর্তুগিজ তারকা সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন। বার্ষিক প্রায় ২০০ মিলিয়ন ডলার করমুক্ত বেতন এবং বোনাস পেয়েছিলেন, পাশাপাশি ৩০ মিলিয়ন ডলার স্বাক্ষর বোনাসের মতো সুযোগ-সুবিধা পেয়েছিলেন। গত জুন মাসে ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল, তবে আল নাসের তারকা ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে। নয়া চুক্তি বলছে আগামী দুই বছরের জন্য ক্লাবের তরফে ৩৫,৫২০ কোটি টাকা পাবেন ক্রিশ্চিয়ানো। সঙ্গে বোনাস এবং ক্লাবের শেয়ারের ১৫ শতাংশ। চোখধাঁধানো এই চুক্তিতে আগামি দিনে রোনাল্ডোর সম্পত্তির বহর আরও ফুলেফেঁপে উঠবে তা বলাই যায়, তবে আল নাসেরকে এখনও প্রথম ট্রফি এনে দিতে পারেননি সিআর সেভেন।
আর্জেন্টিনার তারকা তথা বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি তার কেরিয়ারে রোনাল্ডোর অর্ধেক টাকা উপার্জন করেছেন। মেসির আয়ের পরিমাণ ৬০০ মিলিয়ন ডলার। আয়ের মামলায় পিছিয়ে থাকলেও এলএম১০ বিশ্বকাপ জিতেছেন। ব্যালন ডি অর-এর সংখ্যাও তার ঝুলিতেই বেশি।
রোনাল্ডো যে বছর আল নাসেরে যোগ দেন, সেই বছরই প্যারিস সেন্ট-জার্মে ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। মাত্র ২০ মিলিয়ন ডলার বার্ষিক বেতনের বিনিয়মে ক্লাবে যোগ দেন মেসি, যদিও তার কাছেও সৌদির প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগদানের সোনালি অফার ছিল। তবে পরিবার নিয়ে মার্কিন মুলুকে থাকতেই স্বচ্ছন্দ মেসি তাই ইন্টার মিয়ামিকেই বেছে নেন মেসি।