Logo
Logo
×

খেলাধুলা

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ইংল্যান্ডকে হারাতে পারল না বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০২:০১ এএম

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ইংল্যান্ডকে হারাতে পারল না বাংলাদেশ

হিদার নাইটের কাছেই হারতে হলো শেষমেশ। ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়েও ইংল্যান্ডকে শেষমেশ আর হারানো গেল না। আফসোসে বাংলাদেশ পুড়ছে বৈকি! তবে তাদের এই আফসোস বাড়িয়ে দিচ্ছে ভারতীয় আম্পায়ার গায়ত্রি ভেনুগোপালানের দুটো সিদ্ধান্ত। দুটো সিদ্ধান্তই গেছে ইংলিশ ব্যাটার নাইটের পক্ষে, সেই তিনি ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ইংলিশদের জিতিয়েছেন শেষমেশ। 

শুরুতে ব্যাট করে সোবহানা মুস্তারির ৬০ রানের ইনিংস আর শেষ দিকে রাবেয়া খানের অপরাজিত ২৭ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ পেয়েছিল ১৭৮ রানের পুঁজি। জবাবে তার অর্ধেক রান তোলার আগেই যখন ইংল্যান্ডের অর্ধেক ইনিংস হাওয়া করে দিয়েছিলেন বোলাররা, তখন জয়ের স্বপ্ন ছিল বাংলাদেশের চোখেমুখে। 

সেখান থেকে হিদার নাইটের দারুণ সে ইনিংস ইংল্যান্ডকে রক্ষা করে, আর বাংলাদেশকে ভাসায় হতাশার সাগরে। একটুর জন্য যে একটা বিরাট অঘটন ঘটানোর, ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপে হারানোর সুযোগটা হাত ফসকে গেল!

তবে আফসোসটা বাড়বে যখন মনে পড়বে এই হিদার নাইট রানের খাতা খোলার আগেই বিদায় নিতে পারতেন। ম্যাচের তখন তৃতীয় ওভার চলছে। মারুফা আক্তারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন নাইট। নিগার সুলতানা জ্যোতিসহ বাংলাদেশ দলের আবেদনে সাড়া দেন মাঠের আম্পায়ার। তবে নাইট সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে বসেন।

এরপরই কাণ্ডটা করে বসেন ভারতীয় আম্পায়ার গায়ত্রি। কট বিহাইন্ডের আপিলের পর তিনি প্রথমে রিভিউ দেখতে বসেছিলেন এলবিডব্লিউর, সেখানে ইমপ্যাক্ট ছিল আউটসাইড অফ। তবে এ নিয়ে বিভ্রান্তিটা দূর হওয়ার একটু পরই নতুন নাটকের জন্ম দেন এই টিভি আম্পায়ার। বলটা প্রথমে প্যাডে লেগেছে। তবে এরপর তা লেগেছিল ব্যাটে, স্পাইকও দেখা যাচ্ছিল বল ব্যাটটা পেরিয়ে যাওয়ার সময়। এরপরও ভারতীয় এই আম্পায়ারের সেটা পর্যাপ্ত প্রমাণ মনে হয়নি। 

ক্রিকেটের নিয়মানুসারে, পর্যাপ্ত প্রমাণ না থাকলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই টিকে যায়। কিন্তু এক্ষেত্রে প্রমাণ না পেয়ে গায়ত্রি আম্পায়ারের সিদ্ধান্ত বদলে নট আউটের সিদ্ধান্ত দেন নিয়মের তোয়াক্কা না করে। ধারাভাষ্য কক্ষে থাকা নাসের হুসেইনদের চোয়াল তখন ঝুলে পড়েছে বিস্ময়ে!

তবে ওভার দশেক পর এই টিভি আম্পায়ার যা করেছেন, তাতে বিস্মিত হয়েছেন খোদ হিদার নাইট নিজে। কভারে স্বর্ণা খাতুনের হাতে ক্যাচ দিয়ে বের হয়ে যাচ্ছিলেন নাইট। এবারও স্বর্ণার হাতে থাকা বল মাটি ছুঁয়েছিল কি না, তার ‘পর্যাপ্ত প্রমাণের’ অভাবে ইংলিশ এই ব্যাটারকে ফিরিয়ে আনেন গায়ত্রি।

ম্যাচ শেষেও বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। নাইট যা বলেছেন, তা আফসোস আরও বাড়িয়ে দিতে বাধ্য। বললেন, ‘আমার মনে হয়েছিল ওটা হাতে গেছে, সে কারণে আমি বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু পরে থার্ড আম্পায়ার অন্য সিদ্ধান্ত দিলেন!’

শুধু কি তাই? এই সিদ্ধান্তগুলোর আগে পরে যখনই এই টিভি আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করা হয়েছে, তখনই প্রয়োজনের চেয়ে বেশি সময় নিয়েছেন।

ফাহিমা খাতুনের হাতে তুলে দেওয়া এমা ল্যাম্বের পরিষ্কার ক্যাচ, যা খালি চোখেও দেখা যায় সেটাও অন্তত ২ মিনিট ধরে এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে দেখতে হয়েছে ‘পর্যাপ্ত প্রমাণ’ পেতে। তাতে বারবারই মনে হচ্ছিল, ভারতীয় এই আম্পায়ার যেন ভিন্ন এজেন্ডা নিয়েই নেমেছেন আজ!

শেষমেশ তার দেওয়া সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। নাইটের অপরাজিত ৭৯ রানের ইনিংস আফসোসে ভাসিয়েছে বাংলাদেশকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার