নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ক্রিকেট বর্জনের ডাক ৪৮ ক্লাবের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ এএম

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততো ঘনীভূত হচ্ছে শঙ্কা। বিষয়টা এখন কেবল নির্বাচনে আটকে নেই, গড়িয়েছে বহুদূর। এমনকি সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকিও দিয়েছেন বিভিন্ন ক্লাবের কাউন্সিলররা।
ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে নাটক চলছে শুরু থেকেই। তবে শনিবার (৪ অক্টোবর) যা হলো, তা ছাপিয়ে গেছে আগের সবকিছু। ঢাকার ৪৮ ক্লাব মিলে নির্বাচনে নোংরামির অভিযোগ তুলে দিয়েছেন ক্রিকেট বয়কটের হুমকি।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। বিসিবির সাবেক সভাপতি এবং এবারের ক্লাব ক্যাটেগরি থেকে পরিচালক পদে প্রার্থী ফারুক আহমেদ গত মঙ্গলবার হাইকোর্টের চেম্বার জজ আদালতে এক রিট করেন।
তিনি অভিযোগ করেন, দুদকের তদন্তে থাকা ১৫টি ক্লাবকে বেআইনিভাবে কাউন্সিলর করা হয়েছে। আদালত সে বিষয়ে রুল জারি করেন। যার শুনানি হবে রোববার সকালে।
তবে এর আগেই শনিবার বিকেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে এই সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরেন ঢাকার বিভিন্ন লিগের ক্লাবগুলোর প্রতিনিধিরা। লিখিত একটি বিজ্ঞপ্তি সংবাদকর্মীদের হাতে দেয়া হয়। সেখানে তুলে ধরা হয় তিনটি দাবি।
যেগুলো হলো- বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সময় বৃদ্ধি করে সুন্দর নির্বাচনের ব্যবস্থা করা, অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা ও বর্তমান তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করা।
শুধু তাই নয়, ৫ অক্টোবরের মধ্যে বিসিবি এটা সুরাহা না করলে অসহযোগ আন্দোলনের ডাক দেয়ার হুমকিও দিয়েছে ঢাকার শীর্ষ স্থানীয় ক্লাবগুলো। জানা গেছে, ঢাকার ৪৮টি ক্লাবের সায় আছে এমন আন্দোলনে।
এদিকে গতকাল বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রাজশাহী অঞ্চল থেকে পরিচালক প্রার্থী হাসিবুল আলম ও ক্লাব ক্যাটাগরিতে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রার্থী লুতফর রহমান।
তাদের মধ্যে লুতফর রহমান আজ মোহামেডান ক্লাবের সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন। ফলে বুঝাই যাচ্ছে ৬ তারিখ নির্বাচন এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে। যদিও বিসিবি চেষ্টা করছে সব সামলে ঘুরে দাঁড়াতে।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন এক গণমাধ্যমকে বলেছেন, ‘৬ তারিখ নির্বাচন। এখন আর দু’ দিন বাকি। এই সময়ে এসে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।’