Logo
Logo
×

খেলাধুলা

ইসরাইলের বহিষ্কার ইস্যুতে যা বললেন ফিফা প্রেসিডেন্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পিএম

ইসরাইলের বহিষ্কার ইস্যুতে যা বললেন ফিফা প্রেসিডেন্ট

বিশ্বজুড়ে ইসরাইলি দলগুলোকে ফুটবল থেকে বহিষ্কারের দাবি উঠছে। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, রাজনৈতিক জটিলতার সমাধান করা ফিফার কাজ নয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) জুরিখে ফিফার নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ইনফান্তিনো বলেন, ‘ফিফা ভূরাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তবে ফুটবলের ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ কাজে লাগিয়ে বিশ্বজুড়ে এই খেলাকে এগিয়ে নিতে হবে—এটাই ফিফার দায়িত্ব।’

ফিফা এই বৈঠকের পর সংবাদ সম্মেলনের আয়োজন করেনি। ইনফান্তিনোও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনফান্তিনো তার ৩৭ সদস্যের কাউন্সিলকে বলেছেন, ‘গাজার বর্তমান পরিস্থিতিতে সেখানে শান্তি ও ঐক্য প্রচার করা কতটা গুরুত্বপূর্ণ।’ ফিফার এ সংবাদ বিজ্ঞপ্তিতে সরাসরি ইসরাইলের নাম উল্লেখ করা হয়নি। 

আরও পড়ুন
চলতি মাসের ১১ ও ১৪ তারিখ যথাক্রমে নরওয়ে ও ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ইসরাইল। তবে নরওয়ে এবং আরও কয়েকটি ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই উয়েফার কাছে ইসরাইলি দলগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

এদিকে, তুরস্কের ফুটবল ফেডারেশন সরাসরি ইসরাইলকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ফিফা ও উয়েফার কাছে। তবে এ বিষয়ে ফিফার সভাপতি বলেছেন, আপাতত বিশ্বজুড়ে ফুটবলকে এগিয়ে নিয়েই প্রতিষ্ঠানটির দায়িত্ব। রাজনৈতিক ইস্যুতে ফুটবলে জটিলতা না বাড়ানোর বার্তাই যেন দিয়েছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার