Logo
Logo
×

খেলাধুলা

বিসিবির দায়িত্ব নিয়ে যা বললেন সাইমন টাফেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

বিসিবির দায়িত্ব নিয়ে যা বললেন সাইমন টাফেল

বিসিবির দায়িত্ব নিতে গতকালই বাংলাদেশে এসে পৌছেছেন সাইমন টাফেল। এরপর আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বৈঠক করেছেন বিসিবির পরিচালকদের সঙ্গে। বাংলাদেশের আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের নিয়ে কাজ করবেন সাইমন। বিসিবির এই দায়িত্ব বুঝে নেওয়ার প্রাক্বালে টাফেল জানালেন তার লক্ষ্য ও উদ্দেশ্য।

মিরপুরে আজ তিনি বলেন, 'এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। দারুণ নেতৃত্বে বিসিবি যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে সম্মান জানাই। যে লক্ষ্য নিয়ে তারা উৎসাহ যোগাতে চাচ্ছে, বিনিয়োগ করতে চাচ্ছে, ম্যাচ অফিসিয়াল সিস্টেম উন্নত করতে চাচ্ছে, তা আগামী কয়েক বছরে ফলপ্রসূ হবে। এর অংশ হতে পেরে আমি খুবই গর্বিত। আমি এখানে এসেছি সহযোগিতা করতে, এই পরিবেশকে সমর্থন জানাতে।'

আম্পায়ারিংয়ে নতুন প্রতিভা খুঁজে বের করতেও বদ্ধপরিকর টাফেল, 'এক্ষেত্রে অনেক কাজই করতে হবে। আমাদের মেধা খুঁজে বের করতে হবে, একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে। আমরা এখান থেকে সেরা আম্পায়ারদের উঠে আসতে দেখতে চাই। যারা জাতীয় ক্রিকেটে ভূমিকা রাখবে। আম্পায়াররা যেন নিজেদের সামর্থ্য সম্পর্কে অবগত হয়, ঘরোয়া ক্রিকেটের মান উন্নতি করতে পারে, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু করতে পারে।'

২ বছরের চুক্তিতে বাংলাদেশে আসা অস্ট্রেলিয়ান এই তারকা সবার সমর্থন প্রত্যাশা করেছেন, 'বিসিবি সভাপতি, সিইও, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান সবার লক্ষ্য বহুদূর। তারা অনেক কাজ করে এতদূর এসেছেন। ব্যাপারটা দুর্দান্ত। শুধু আমিই না, আরও যারা বাইরে থেকে আসবেন আমরা সবাই একটা প্রফেশনাল স্ট্রাকচার দাঁড় করাতে কাজ করব। তাই আগামী কয়েক বছর নিয়ে মুখিয়ে আছি, যা শুরু হলো আজ থেকে। সবাই শ্রদ্ধাশীল এবং সাপোর্টিভ থাকবেই এই প্রত্যাশা।'

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার