Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাংলাদেশের, যা বলছে ভারতীয় গণমাধ্যম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাংলাদেশের, যা বলছে ভারতীয় গণমাধ্যম

বিজ্ঞাপন

পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নতুন সমীকরণে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে বিকল্প হিসেবে বাংলাদেশকে ফের বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রেখেছে আইসিসি। এ কারণে বাংলাদেশকে আপাতত ‘স্ট্যান্ডবাই’ অবস্থায় রাখা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি সোমবার জানিয়েছেন, আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এ বিষয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নকভি লেখেন, “চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে।”

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, পাকিস্তান পুরো টুর্নামেন্ট বর্জন করার সম্ভাবনা কম। কারণ, পিসিবি জানে- পাকিস্তান সরে দাঁড়ালে আইসিসি বাংলাদেশকে ফের বিশ্বকাপে ডাকতে পারে।

ওই কর্মকর্তা বলেন, “যদি পাকিস্তান সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে গ্রুপ ‘এ’-তে অন্তর্ভুক্ত করা হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের আবেদনের আলোকে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। এতে খুব বেশি লজিস্টিক জটিলতা তৈরি হবে না।”

সূত্রটি আরও জানায়, এ ব্যবস্থায় আইসিসিকে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ মেনে নেওয়ার অভিযোগও মোকাবিলা করতে হবে না। বরং বিষয়টি পাকিস্তানের সরে দাঁড়ানোর ফলে সৃষ্ট নতুন পরিস্থিতির ফল হিসেবে উপস্থাপন করা যাবে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। ওই সিদ্ধান্তের পর থেকেই বিশ্বকাপের অংশগ্রহণ নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়।

বর্তমানে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে আইসিসি ও অংশগ্রহণকারী দেশগুলো। পাকিস্তান সরে দাঁড়ালে, অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশকে ফের বিশ্বকাপে দেখা যেতে পারে—এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার