Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

‘পাকিস্তানের প্ররোচনায় বড় ভুল করল বাংলাদেশ’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:১২ পিএম

‘পাকিস্তানের প্ররোচনায় বড় ভুল করল বাংলাদেশ’

বিজ্ঞাপন

নিরাপত্তা শঙ্কায় ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যে কারণে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ ভেন্যু পরিবর্তন করে ভারতের পরিবর্তে শ্রীলংকায় খেলতে চেয়েছিল। বাংলাদেশের এই প্রস্তাবে রাজি ছিল একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব ও আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীণ বোর্ড বাংলাদেশের প্রস্তাব নাকোচ করে স্পষ্ট জানিয়ে দেন, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে।

বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে যেতে রাজি হয়নি। তাই স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেয় আইসিসি।

 এব্যাপারে ভারতের সাবেক ক্রিকেটার ও ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আইসিসি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান তাদের (বাংলাদেশকে) ভুল পথে চালিত করেছে। এতে স্কটল্যান্ডের জন্য বড় সুযোগ তৈরি হলো, তারা অনেক বেশি এক্সপোজার পাবে। বাংলাদেশ একটা বিরাট ভুল করে ফেলেছে।’

ইন্ডিয়া টুডেকে লাল বলেন, ‘আমি মনে করি এটা বোকামি। কারণ এতে ভারতের কোনো ক্ষতি হবে না। বাংলাদেশই সব হারাবে। বাণিজ্যিক দিক থেকে এত বড় টুর্নামেন্টে না খেলা বাংলাদেশের জন্য বিশাল লোকসান। আমার মনে হয় পাকিস্তান তাদের প্ররোচিত করছে যাতে তারা টুর্নামেন্টে অংশ না নেয়। তারা কেবল ভারতকে নিচে নামাতে চায়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার