Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মোবাইলে বিপিএলের ফাইনাল বিনামূল্যে দেখবেন যেভাবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

মোবাইলে বিপিএলের ফাইনাল বিনামূল্যে দেখবেন যেভাবে

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালের মধ্য দিয়ে আজ পর্দা নামছে। ছয় দল নিয়ে শুরু হওয়ায় টুর্নামেন্টে আজ শিরোপার লড়াইয়ে নামবে চট্টগ্রাম রয়‍্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরেবাংলায় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে শিরোপার লড়াই।

এর আগে প্রথম পর্ব শেষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে বিসিবির মালিকানাধীন চট্টগ্রাম রয়্যালস; টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে ছিল নানান বিতর্ক। বিসিবি দায়িত্ব নেওয়ার পর এবার শিরোপার অন্যতম দাবিদার চট্টগ্রাম।

সে সঙ্গে প্রথমবারের মতো শিরোপা ছোঁয়ার হাতছানি বন্দরনগরীর এই ফ্র্যাঞ্চাইজি দলের সামনে। এর আগে ২০১৩ ও ২০১৫ সালে দুবার ফাইনাল খেলেও শিরোপা জয়ের স্বাদ পায়নি চিটাগং কিংস। নতুন নামে এবার শিরোপা জয় করতে পারে কিনা বন্দরনগরীর দল, সেটি নিয়ে হচ্ছে আলোচনা।

টেলিভিশনের পাশাপাশি অনলাইনে মোবাইলেও দেখা যাবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ।

মোবাইলে দেখবেন যেভাবে—

ট্যাপম্যাড (Tapmad)

এটি বিপিএলের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে সাবস্ক্রিপশনের মাধ্যমে হাই-কোয়ালিটি স্ট্রিমিং দেখা যায়।

টফি (Toffee) অ্যাপ

গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে বিনামূল্যে বিপিএলের খেলা উপভোগ করা যায়।

টি-স্পোর্টস (T-Sports)

টি-স্পোর্টস অ্যাপ বা তাদের ইউটিউব চ্যানেলে খেলা দেখা যায়।

মাই জিপি (MyGP) অ্যাপ

গ্রামীণফোনের গ্রাহকরা MyGP app এর মাধ্যমে খেলা দেখতে পারেন।

ডাইরেক্ট-টু-হোম পরিষেবা আকাশ ডিটিএইচের গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারেন। 

প্রসঙ্গত, এবারের আসরে দলগুলো হলো—ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার