বিজ্ঞাপন
অবশেষে মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলল আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
বিজ্ঞাপন
আসন্ন আইপিএল বাধ্য হয়ে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যে বিতর্ক এখনও চলমান। মোস্তাফিজ ইস্যুতে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিতে ভারতের একাধিক উগ্রবাদী গোষ্ঠী নানা হুমকি দেয়। যা আমলে নিয়ে গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে ছেড়ে দিতে নির্দেশ দেয়।
ফলে প্রশ্ন উঠে, যারা একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে অপরাগ তারা কীভাবে পুরো একটি দলকে নিরাপত্তা দেবে? আইসিসির কাছে ভেন্যু বদলের জন্য বিসিবির প্রস্তাবে প্রসঙ্গটিও উঠে আসে।
তবে আইসিসি মোস্তাফিজ ইস্যুকে বিশ্বকাপের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বলে মানতে নারাজ। সংস্থাটির মতে, একটি ঘরোয়া লিগে একজন খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়ে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর কোনো সম্পর্ক নেই।
এক বিবৃতিতে আইসিসির এক মুখপাত্র বলেন, বাংলাদেশের দলের নিরাপত্তাকে বাস্তবভাবে ঝুঁকির মধ্যে ফেলতে পারে— এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় আইসিসি ম্যাচ স্থানান্তর করতে পারছে না।
তিনি বলেন, সব প্রচেষ্টা সত্ত্বেও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে এবং বারবার টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টিকে একটি একক, বিচ্ছিন্ন ও সম্পর্কহীন ঘটনার সঙ্গে যুক্ত করে— যা তাদের এক খেলোয়াড়ের (মোস্তাফিজ) একটি ঘরোয়া লিগে (আইপিএল) অংশগ্রহণসংক্রান্ত। এই বিষয়টির সঙ্গে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা কাঠামো বা অংশগ্রহণের শর্তাবলির কোনো সম্পর্ক নেই।
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের। সরকারের চূড়ান্ত অবস্থানের ওপরই নির্ভর করছে এ আসরে লাল সবুজরা অংশ নেবে কি নেবে না।
বিজ্ঞাপন