Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ক্রীড়া উপদেষ্টা

ভারতীয় বোর্ডের কাছে মাথানত নয়

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম

ভারতীয় বোর্ডের কাছে মাথানত নয়

বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে এবং শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ মানবে না। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে আমরা তা মানব না। পাকিস্তানে খেলতে যায়নি ভারত, আইসিসি ভেন্যু পাল্টিয়েছে।

আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টাতে বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে স্কটল্যান্ড অংশ নেবে-ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, ‘আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হবে-এমন কোনো তথ্য আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। তবে আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে পড়ে আমাদের ওপর অযৌক্তিক শর্ত আরোপ করে, আমরা তা গ্রহণ করব না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার