Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

জয় পাচ্ছে বিসিবি, শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

জয় পাচ্ছে বিসিবি, শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ!

বিজ্ঞাপন

অসম এক যুদ্ধে জয়ী হওয়ার পথে বাংলাদেশ। মহাপরাক্রমশালী ভারতের দাবি উপেক্ষিত হতে চলেছে আইসিসিতে। নানা টানাপড়েনের পর অবশেষে জিতে যাচ্ছে বিসিবি। বিশ্বস্ত সূত্রের খবর ভারত কিংবা দেশটির অন্য কোনো ভেন্যু নয় শ্রীলঙ্কাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে টাইগাররা। তবে, এর কারণে নতুন করে সূচি তৈরি করতে হতে পারে আইসিসিকে। পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ'ও।

আলোচনা হয়েছে অনেক, ভারতে খেলতে বিসিবিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বহুবার। কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অনড় বিসিবি। সিদ্ধান্ত বদলানোর মানসিকতা নেই বিসিসিআই এরও। কিন্তু সূত্র বলছে, অসম এই যুদ্ধে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই কঠিন সিদ্ধান্তের পথ বেছে নেয় বিসিবি। তাদের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত দিয়েছিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা। কিন্তু কোনো কিছুতেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড। 

দেশের পর দেশের বাইরেও বিসিবির সিদ্ধান্ত নিয়ে চলে আলোচনা। ভারতীয় প্রপাগান্ডায় ভরপুর সামাজিক মাধ্যম। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন ভেন্যু বদলের কোনো সিদ্ধান্তের খবরই পাননি তারা। এ অবস্থায় আইসিসি চিঠির অপেক্ষায় এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

বিশ্বকাপের আগের সূচি অনুযায়ী কলকাতা-মুম্বাইতে ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশের। পরে ভারতীয় অনেক গণমাধ্যমে খবর আসে দেশটির অন্য ভেন্যুতে টাইগারদের খেলার প্রস্তাব দেবে আইসিসি। সেটা না মানলে বাংলাদেশ পয়েন্ট হারাবে বলেও প্রপাগান্ডা চালায় ভারতীয়রা। 

কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের পক্ষেই না'কি আসতে যাচ্ছে আইসিসির রায়। সূত্রের দাবি, বিসিবির কথাই মেনে নিতে যাচ্ছে আইসিসি। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই আয়োজন করা হবে লঙ্কাতে। যদিও সেখানে থাকবে কিছুটা জটিলতা। 

এই ভেন্যু পরিবর্তনের কারণে পুনরায় সূচি তৈরি করতে হবে আইসিসিকে। এমনকি পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপও। সূচি অনুযায়ী বাংলাদেশ এখন আছে গ্রুপ সি'তে। প্রতিপক্ষ ছিলো, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। কিন্তু নতুন সূচি হলে আয়োজক ভারত এবং শ্রীলঙ্কাকে সমান ম্যাচ বা ক্ষেত্রবিশেষে ভারতকে কিছু ম্যাচ বাড়িয়ে দিতে হবে আইসিসিকে। এখন চলছে সেই আলোচনা। যা শেষ হলেই, বাংলাদেশকে সু-খবর শুনিয়ে খুব শিগগিরই বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার