Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

পিএসএলে মোস্তাফিজের সঙ্গে নাম লেখালেন আরও ৯ বাংলাদেশি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

পিএসএলে মোস্তাফিজের সঙ্গে নাম লেখালেন আরও ৯ বাংলাদেশি

বিজ্ঞাপন

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান আসন্ন পাকিস্তান সুপার লিগে নিবন্ধন করেছেন। এই লিগের জন্য মোট দশজন বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। পিএসএলের খেলোয়াড় নিবন্ধন চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

আইপিএলে নাটকীয়ভাবে দল ছাড়ার পর মোস্তাফিজের পিএসএলে নাম লেখানো নিয়ে আলোচনা বেড়েছে। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল। পরে ভারতের কিছু চরমপন্থী গোষ্ঠীর চাপের মধ্যে বিসিসিআই কেকেআরকে তাকে ছাড়তে নির্দেশ দেয়। এরপরই বিষয়টি বিশ্ব ক্রিকেটে বড় আলোচনায় আসে।

এই ঘটনায় খেলোয়াড় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সামনে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় উদ্বেগ আরও বাড়ে। এর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয়। তারা ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে বলে। বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা চলছে।

ঠিক এই সময় গত ৬ জানুয়ারি রাতে পিএসএল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে মোস্তাফিজকে স্বাগত জানায়। পরে পাকিস্তানি গণমাধ্যম নিশ্চিত করে, তিনি লিগে নিবন্ধন সম্পন্ন করা দশ বাংলাদেশির একজন।

মোস্তাফিজের সঙ্গে পিএসএলে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। আগের আসরে রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। দলটি তখন শিরোপা জেতে।

গত মৌসুমে লিটন দাস করাচি কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। তরুণ পেসার নাহিদ রানা ছিলেন পেশোয়ার জালমির সঙ্গে। তবে নাহিদ কোনো ম্যাচ খেলতে পারেননি। ইনজুরির কারণে লিটনও দ্রুত দেশে ফিরে আসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার