Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বড় দুঃসংবাদ পেল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

বড় দুঃসংবাদ পেল ভারত

বিজ্ঞাপন

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল বড় এক দুঃসংবাদ পেল। দুশ্চিন্তার নাম তিলক ভার্মা। হায়দরাবাদের এই ব্যাটারকে নিয়ে চিন্তায় নির্বাচক, টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই। গত বছর দুবাইয়ে এশিয়া কাপ জয়ে বড় ভূমিকা রাখা তিলক এখন রাজকোটে চিকিৎসাধীন। তার বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বুধবার রাজকোটে তিলকের টেস্টিকুলার টরশন অস্ত্রোপচার হয়েছে। বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে এই অস্ত্রোপচার হওয়ায় তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তার খেলা কঠিন।

এই পরিস্থিতিতে নির্বাচকরা শিগগিরই বিকল্প খেলোয়াড় ঘোষণা করতে পারেন। তবে খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্র বলছে, তিলক এক সপ্তাহের মধ্যেই অনুশীলনে ফিরতে পারেন। ভারত তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলা দলের বিপক্ষে খেলতে নেমে চোট পান তিলক। হায়দরাবাদের অধিনায়ক হিসেবে তিন নম্বরে ব্যাট করেন তিনি। করেন ৪৫ বলে ৩৪ রান। পরদিন ব্যথা অনুভব করলে তাকে দ্রুত অস্ত্রোপচার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার