Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আগুনে ঘি ঢালল ভারত, দুঃসংবাদ বাংলাদেশি ক্রিকেটারদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

আগুনে ঘি ঢালল ভারত, দুঃসংবাদ বাংলাদেশি ক্রিকেটারদের

বিজ্ঞাপন

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক উত্তেজনার প্রভাব দুই দেশের ক্রিকেটে বেশ ভালোভাবেই পড়েছে। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বমানের পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়া মেনে নিতে পারেনি বাংলাদেশের মানুষ।

বিসিসিআইয়ের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতে ম্যাচ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। সরকারের তরফ থেকে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার প্রজ্ঞাপনও জারি করা হয়। দুই দেশের সম্পর্ক যখন উত্তেজনার চরম পর্যায়ে ঠিক তখনই বাংলাদেশি একাধিক ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করেছে ভারতীয় ব্যাট কোম্পানি এসজি (সানস্পাইরেলস গ্রিনল্যান্ডস)। স্পন্সর বাতিল বা চুক্তি নবায়ন না করার এই সিদ্ধান্ত বর্তমানে আগুনে ঘি ঢালার মতো।

লিটন কুমার দাসের ব্যাটের স্পন্সর এসজি। সামনের দিনগুলোতে এসজির স্টিকার থাকবে না তার ব্যাটে। কারণ ভারতীয় এই ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়ন করছে না।

লিটনের মতো ইয়াসির আলী রাব্বি, মুমিনুল হকের সঙ্গেও প্রতিষ্ঠানটি চুক্তি নবায়ন করবে না বলে জানা গেছে। এই তিন ক্রিকেটারের এজেন্ট জানায়, এসজি চুক্তি নবায়ন করার পাকা কথা দিয়ে রেখেছিল। চুক্তি ‘বাতিল’ করার কোনো কারণ ব্যাখ্যা করেনি এসজি কোম্পানিটি। টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার