বিজ্ঞাপন
বিতর্কের মাঝেই মোস্তাফিজের রহস্যময় ফেসবুক পোস্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম
বিজ্ঞাপন
আইপিএল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার বাদ পড়ার এই ঘটনাকে নিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। তবে সেসবের মধ্যেই ফেসবুকে নতুন করে রহস্যময় এক পোস্ট করেছেন মোস্তাফিজ।
আইপিএলের আসন্ন মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বলে ঠিক থাকলেও বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হয় ফ্র্যাঞ্চাইজিকে। নিরাপত্তার কারণে তাকে বাদ দেওয়া হলেও বিষয়টি দুই দেশের ক্রিকেট বোর্ড ছাড়িয়ে সরকারের পর্যায়ে পৌঁছে গেছে।
কখনো উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে অবিশ্বাস্য কিপটে বোলিংয়ে ব্যাটারদের বোকা বানাচ্ছেন। মূলত তার এই অতিমানবীয় ফর্মই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রেখেছে।
তার আগে গত রাতেও তিনি এক ফেসবুক পোস্ট করেছিলেন। সেখানে লিখেছিলেন, ‘চোখ মাঠে, মন জয়ের দিকে।’
বিজ্ঞাপন