তারেক রহমান ৫ আগস্টের পর দেশে এলে অনেক কিছুই ঘটত না : রনি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পর দেশে এলে দেশে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেগুলো ঘটত না। তিনতন্ত্র নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।
রনি বলেন, ‘বাংলাদেশে গত ১৪ মাসে যা কিছু হয়েছে, যদি তারেক রহমান ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখ থেকে ৮ তারিখ এই তিন দিনের মধ্যে আসতেন, তাহলে পুরো বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকতো এবং তিনি যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন। তিনি ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হতে পারতেন এবং তার কথামতো ২০২৪-এ নির্বাচন হতো।’
রনি বলেন, ‘তারেক রহমান যদি বাংলাদেশে আসতে চাইতেন, তাহলে ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত বা ৩২ নম্বর বাড়ি ভাঙার আগ পর্যন্ত পুরো পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল। সেসময় বাংলাদেশ তার জন্য নিরাপদ ছিল। তিনি ওই সময়টিতে আসলে অনেক কিছুই ঘটতো না।’
তিনি বলেন, ‘তারেক রহমান আজ আসবেন, নভেম্বরের প্রথম সপ্তাহতে আসবেন; মানে গত ১৪ মাস ধরে বিএনপির যেসব নেতা বলে আসছেন যে, তারেক রহমান আসবেন; তার বাড়ি ভাড়া করা হচ্ছে, এত নম্বর বাড়ি ধোয়া মোছা হচ্ছে; এগুলো তারেক রহমানকে বিপদের মধ্যে ফেলেছে।
সেই বিপদ এখন রাহুগ্রাসে পুরো বিএনপিকে ঘিরে ধরেছে।
এ কারণে বেগম জিয়ার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এমন একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যে তাকে স্পষ্টভাবে দেশে আসার ব্যাপারে কথা বলতে হচ্ছে। কিন্তু তিনি যদি ২০২৪ সালের আগস্ট মাসের ৮ তারিখের মধ্যে আসতেন, সবকিছু তার নিয়ন্ত্রণে থাকতো। যদি ১৫ তারিখের আগ পর্যন্ত আসতেন, অনেক কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন।’