Logo
Logo
×

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া

নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান : তাজনুভা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান : তাজনুভা

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন বলেছেন,  নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান আর প্রতারক।

এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তাজনুভা জাবীন বলেন,  হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের আর শওকত ওসমান। 

তিনি বলেন,  ‘এত মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে একেকজন উদ্ধত, বেয়াদব বের হইছে।

ছি। একেকজনের বক্তব্য দেখতেসি আর নিজেকে বিশ্বাস করাচ্ছি জুলাই গণ-অভ্যুত্থানের গর্ভ থেকে কোন লেভেলের ধান্দাবাজ এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। কথা বলার সময় এই অহংকার, এই দাম্ভিকতা পরিষ্কার প্রমাণ এদের দৈন‍্যতা সম্পর্কে, মানুষ হিসেবে তাদের অবস্থান সম্পর্কে।’

নিজের অভিজ্ঞতা থেকেই তিনি এমনটা বলছেন জানিয়ে তাজনুভা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তো আছে, কিন্তু নীতি, শিক্ষা, মূল‍্যবোধ, আদর্শে ঘোড়ার ডিম।

নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না—এরা কী অসহনীয় পর্যায়ের অযোগ্য।’

এনসিপির সাবেক এই নেত্রী বলেন, ‘আমি নিশ্চিত, যারা পুরনো চাঁদাবাজ আর ধর্ম ব্যবসায়ী তারা না, নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান আর প্রতারক। বাকিদের মানুষের ঘৃণা কামাইতে যুগের পর যুগ লাগছে, এরা দেড় বছরে ওই পর্যায়ে চলে গেছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার